ইউটিউব ভাইরাল হ্যাশট্যাগ 2025
ইউটিউব ভাইরাল হ্যাশট্যাগ 2025
আপনি আমাদের ওয়েবসাইটে এসেছেন তার মানে আপনি দীর্ঘদিন থেকে আপনার ভিডিও ভাইরাল করার পদ্ধতি খুজছেন। আপনি হয়তো বা আপনার ইউটিউব ভিডিওর জন্য ট্যাগ এবং কিওয়ার্ড অনুসন্ধান করেছেন কিন্তু কখনো কি ভিডিওর জন্য সঠিক হ্যাশট্যাগ অনুসন্ধান করেছেন? আপনি হয়তো ইউটিউবের ভিডিও আপলোড করার সময় টাইটেল এর মধ্যে হ্যাশ দেওয়ার পর যেই হ্যাশট্যাগ সামনে আসে সেই হ্যাশট্যাগ আপনার ভিডিও টাইটেলের মধ্যে ব্যবহার করেন। কিন্তু সেই হ্যাশট্যাগটি সঠিক হ্যাশট্যাগ না হওয়ার কারণে আপনার ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছায় না। এইজন্য ইউটিউব ভিডিওর জন্য সঠিক হ্যাশট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য।
বর্তমান সময়ে Facebook, Instagram, Twitter এই ধরনের প্লাটফর্ম গুলোতে হ্যাশট্যাগ এর গুরুত্ব অনেক বেশি। এই প্লাটফর্ম গুলোতে হ্যাশট্যাগ এর কারণে প্রচুর পরিমাণে রিচ হয়ে থাকে। ঠিক একই ভাবে ইউটিউবের ক্ষেত্রে হ্যাশট্যাগ অনেক জরুরী একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য। YouTube হ্যাশট্যাগের জন্য dedicated ল্যান্ডিং পেজ ২০২১ সালে নিয়ে এসেছে। অর্থাৎ আপনি যদি কোন ভিডিও টাইটেলের মধ্যে যুক্ত থাকা হ্যাশট্যাগ এর উপর ক্লিক করেন তাহলে আপনাকে সেই হ্যাশট্যাগ এর একটি ল্যান্ডিং পেইজে নিয়ে যাবে। সেই হ্যাশট্যাগ দিয়ে যতগুলি ভিডিও তৈরি করা হয়েছে সমস্ত ভিডিওগুলি সেই হ্যাশট্যাগ এর ল্যান্ডিং পেইজে দেখা যাবে।
যেহেতু YouTube হ্যাশট্যাগ এর জন্য একটি ল্যান্ডিং পেজে নিয়ে এসেছে তাই বুঝাই যায় যে ইউটিউব হ্যাশট্যাগের উপর কতটুকু গুরুত্ব দিচ্ছে।
হ্যাশট্যাগ ব্যবহারের নিয়ম:
যদি কোন কিওয়ার্ডের সামনে # যুক্ত করা হয় তাহলে সেটি হ্যাশট্যাগ হয়ে যায়। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কোন হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে সেই হ্যাশট্যাগ লিখে সার্চ দেওয়া ব্যক্তির ফিডের মধ্যে আপনার ভিডিওকে পৌঁছে দেওয়া হবে। হ্যাশট্যাগ মূলত যে কোন জায়গায় ব্যবহার করা হয় যেমন : ভিডিও টাইটেল, ভিডিও ডিসক্রিপশন বক্স। তবে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করলে যেমন ভিডিও গ্রো হয় ঠিক তেমনি অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওটির “Ranking Down” হয়েছে যেতে পারে। আপনার ভিডিওর টাইটেল এর মধ্যে সর্বোচ্চ ৩-৪ টি হ্যাশট্যাগ ব্যবহার করা ভালো। ভিডিও ডিসক্রিপশন বক্সে সর্বোচ্চ ১৫ টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন।
হ্যাশট্যাগ ব্যবহার করার নিয়ম সকলেরই মোটামুটি জানা থাকে।
হ্যাশট্যাগ এর পলিসি:
হ্যাশট্যাগ ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কোন হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে সেটির মধ্যে কোন ফাঁকা রাখা জাবে না। আপনি যদি হ্যাশট্যাগ এর মধ্যে কোন ফাঁকা দেন তাহলে ফাঁকা দেওয়ার পরবর্তী অংশ বাদ দিয়ে দেওয়া হবে। উদাহরণ : সঠিক হ্যাশট্যাগ হলো (#funnyvideo) অথবা (#funny_video) এবং ভুল (#funny video) তবে আপনার হ্যাশট্যাগ এর মধ্যে ফাঁকা রাখলে আপনার ভিডিওর মধ্যে বড় ধরনের কোন সমস্যা হবে না।
গুরুত্বপূর্ণ পলিসি :
আপনি যদি youtube এর এই নিয়মটি অনুসরণ না করেন তাহলে আপনার ভিডিওটিতে স্ট্রাইক দেওয়া হতে পারে অথবা ভিডিওটি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হতে পারে।
আপনি যদি আপনার ভিডিও এর মধ্যে খারাপ কোন হ্যাশট্যাগ ব্যবহার করেন যেমন : #গালাগালি, #হ্যাক, #১৮+, #হট ইত্যাদি তাহলে আপনার ভিডিওটি ডিলিট করে দেওয়া হতে পারে।
আপনি আপনার ভিডিওতে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন না। যদি আপনি আপনার ভিডিওতে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে আপনার সকল হ্যাশট্যাগ গুলিকে Ignore করা হতে পারে। আপনি সর্বোচ্চ ১৫ টি ব্যবহার করতে পারবেন আপনার ভিডিও এর মধ্যে।
ভাইরাল হ্যাশট্যাগ খুজে বের করার নিয়ম :
ইউটিউব এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ইউটিউব চ্যানেল থাকে এবং প্রত্যেক ক্যাটাগরির হ্যাশট্যাগ আলাদা হয়। যেমন : ব্লগিং ক্যাটাগরির ইউটিউব চ্যানেলের হ্যাশট্যাগ থাকে এক রকম, কুকিং ক্যাটাগরির ইউটিউব চ্যানেলের হ্যাশট্যাগ থাকে আরেক রকম, এছাড়াও আরো ভিন্ন ক্যাটাগরির ইউটিউব চ্যানেলের হ্যাশট্যাগ ভিন্ন রকম হয়ে থাকে। এইজন্য আপনাকে আপনার ইউটিউব ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতেই হবে।
দুইটি নিয়ম অনুসরণ করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী সঠিক হ্যাশট্যাগ খুঁজে বের করতে পারবেন।
প্রথম নিয়মটি হলো ইউটিউবের সার্চ বক্সটি কাজে লাগিয়ে আপনি সঠিক হ্যাশট্যাগ পাবেন। প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সার্চ বক্স ওপেন করবেন এবং সার্চ বক্সের মধ্যে # দিয়ে আপনি আপনার ভিডিওর মূল কিওয়ার্ড যুক্ত করে সার্চ দিবেন। উদাহরণ : মনে করেন আপনার কুকিং নিয়ে একটি চ্যানেল আছে তাহলে আপনি ইউটিউবে সার্চ করবেন #কুকিং সার্চ করার পর ওই হ্যাশট্যাগ যতগুলি ভিডিওর মধ্যে ব্যবহার করা হয়েছে সকল ভিডিও আপনাকে দেখানো হবে।
দ্বিতীয় নিয়ম হলো আপনি ইউটিউবের মধ্যে হ্যাশট্যাগ লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ৪-৫টি ভিডিও আপনার সামনে আসবে সেই ভিডিওর মধ্যে যে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে সেগুলি নিয়ে আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন। কারণ তারা যে হ্যাশট্যাগ ব্যবহার করেছে সেগুলি সঠিক হ্যাশট্যাগ থাকার ফলে সার্চ রেজাল্টের প্রথমে দেখাচ্ছে।
হ্যাশট্যাগ এর উপকারিতা :
আপনি যদি আপনার ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটি একটি নির্দিষ্ট ক্যাটাগরির সাথে যুক্ত হয়ে যায়। অর্থাৎ আপনি যদি আপনার ভিডিওর মধ্যে #entertainment যুক্ত করেন তাহলে যদি কোন মানুষ এই ক্যাটাগরি নিয়ে ইউটিউবের মধ্যে সার্চ করে তাহলে সেই ক্যাটাগরির ফিডের মধ্যে আপনার ভিডিওটি দেখানো হয়। যদি কোন মানুষ entertainment ক্যাটাগরির কোন ভিডিও দেখে তাহলে ওই ভিডিওর নিচে আপনার ভিডিওটিকে Suggest করা হয়। যদি আপনার ব্যবহৃত হ্যাশট্যাগ জনপ্রিয় হয় তাহলে আরো বেশি মানুষ আপনার ভিডিওটি দেখবেন।
ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করে আপনি আপনার ভিডিওটিকে অল্প সময়ে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন। হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওটি সার্চ রেজাল্টের প্রথম স্থানে পৌঁছাতে পারবেন। হ্যাশট্যাগ ব্যবহার করলে দর্শকরা আপনার ভিডিওর বিষয়বস্তু সহজে বুঝতে পারে।
হ্যাশট্যাগ এর অসুবিধা :
আপনি যদি আপনার ভিডিওর মধ্যে ভুল হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে দর্শকদের আপনার ভিডিওটি বিভ্রান্ত করতে পারে। ভুল হ্যাশট্যাগ ব্যবহারের ফলে আপনার ভিডিওটি ইউটিউব এর কাছে নেতিবাচক প্রভাব ফেলবে। সব সময় আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যদি আপনি আপনার ভিডিওর মধ্যে শুধু হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটি দর্শকদের প্রভাবিত করবেনা দর্শকদের প্রভাবিত করার জন্য ভিডিওর গুণমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করলে ইউটিউব আপনার ভিডিওটিকে Spam হিসেবে ধরতে পারে।
ভাইরাল হ্যাশট্যাগ ২০২৫ :
নিচে এমন কয়েকটি হ্যাশট্যাগ দেওয়া হলো যেই হ্যাশট্যাগ গুলি সকল ধরনের ক্যাটাগরির ভিডিওর মধ্যে ব্যবহার করা হয়।
#trending
#sulfacts
#viral
#foryou
#shortvideo
#viralshorts
#shortsfeed
#youtubeshorts
#viralvideo
#trendingvideo
#viralshort
#shots
#youtubeshort
#youtubevideos
#youtubeviral
#watchnow
#video
#wow
#watchnow
#newvideo
#dailyvideo
#subscribe
#mustwatch
আপনি চাইলে এই হ্যাশট্যাগ গুলির মধ্যে যেকোন হ্যাশট্যাগ আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন।

Pingback: ইউটিউব ভিডিও ভিউ বাড়ানোর উপায়
Pingback: ইউটিউব SEO কিভাবে করব?