ইউটিউব ভিডিও ভিউ বাড়ানোর উপায়
ইউটিউব ভিডিও ভিউ বাড়ানোর উপায়
বর্তমানে 2025 সালে এসে ভিউয়ার্সের তুলনায় কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক বেশি। কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ইউটিউব এর মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে গেছে। তাই নতুন ইউটিউবারের জন্য তাদের YouTube video এর মধ্যে ভিউস আনতে পারা অনেক কঠিন হয়ে গেছে। কিন্তু আপনি যদি youtube সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে এই ইউটিউব জগতে আসেন তাহলে আপনার জন্য ইউটিউব ভিডিও এর মধ্যে ভিউস আনা তেমন কোন ব্যাপার না।
আজকে আমরা ইউটিউব ভিডিওর মধ্যে ভিউজ আনার সকল নিয়ম ধাপে ধাপে জানবো।
ইউটিউব ভিডিও তৈরির আইডিয়া
আপনি যদি ২০২৫ সালে এসে ইউটিউব ভিডিওর মধ্যে ভিউস আনতে চান তাহলে আপনার ভিডিও তৈরির আইডিয়াটা হতে হবে একেবারে ইউনিক এবং মানসম্পন্ন। যেহেতু youtube একটি ফ্রি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম তাই যে কেউ ইউটিউব এর মধ্যে একটি চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করতে পারে। কিন্তু শুধু একটি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করলেই ভিউস আনা সম্ভব না। ইউটিউবের মধ্যে ভিউস আনতে হলে মানসম্পন্ন ভিডিও তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর মধ্যে তথ্যগুলি এমনভাবে উপস্থাপন করবেন যাতে একজন ভিউয়ার্স আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে। ভিডিওর প্রথম তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ভিডিও সম্পর্কে এমন কিছু তথ্য বলুন যাতে ভিউয়ার্সরা আপনার ভিডিওটি স্কিপ না করে। একটি ভিডিওর মধ্যে ভিউজ আনার জন্য থাম্বনেইল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি আপনার ভিডিও আপলোড করার পর থাম্বনেইল আকর্ষণীয় করে তৈরি করতে ভুলবেন না। থাম্বনেইল যত বেশি সুন্দর হবে আপনার ভিডিওর মধ্যে ক্লিক, ভিউস তত বেশি হবে।
ভিডিও টাইটেল ব্যবহার করা
আপনার ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করার পর সঠিক কিওয়ার্ড যুক্ত টাইটেল ব্যবহার করতে হবে। ভিডিও টাইটেলটি এমন ভাবে তৈরি করবেন যাতে ভিউয়ার্সদের দৃষ্টি আকর্ষণ করে এবং ভিউয়ার্সরা আপনার ভিডিও টাইটেল দেখে ভিডিওর মধ্যে ক্লিক করতে বাধ্য হয়। একটি ভিডিওর মধ্যে ভিউজ আনার জন্য একটি SEO ফ্রেন্ডলি টাইটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SEO ফ্রেন্ডলি ভিডিও ডিসক্রিপশন
ইউটিউবে ভালো ভিডিও তৈরি করার পাশাপাশি ইউটিউব ভিডিও এসইও করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওটি youtube সার্চ রেজাল্টের র্যাংকে পৌঁছানোর জন্য একটি SEO ডিসক্রিপশন অনেক বেশি গুরুত্ব মান। আপনি যদি আপনার ভিডিওটির মধ্যে একটি ডিসক্রিপশন বক্সে যুক্ত না করেন তাহলে আপনি ইউটিউবে র্যাংকিং এর ক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে থাকেন। আপনি আপনার ভিডিওর মধ্যে ভিউজ আনার জন্য একটি SEO ফ্লেন্ডলি ডিসক্রিপশন বক্সে যুক্ত করবেন আপনার ভিডিও অনুযায়ী। ডিসক্রিপশন যুক্ত করে আপনি ইউটিউব সার্চ ফিড থেকে ভালো ভিউস পেতে পারেন।
ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করা
ইউটিউবে মানুষ কি লিখে সার্চ করে এটা আপনাকে আগে জানতে হবে। অর্থাৎ ইউটিউবে মানুষ কি দেখার প্রতি আগ্রহ এটা জেনে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনি খুব সহজেই কিওয়ার্ড রিচার্জের মাধ্যমে ভালো ভিউস পেতে পারেন। কিওয়ার্ড রিসার্চ করা কি?
মানুষ ইউটিউবের মধ্যে যা লিখে সার্চ করে সেটাই হল কিওয়ার্ড। মনে কর আমি ইউটিউবের মধ্যে লিখে সার্চ করলাম “ইউটিউব ভিডিও ভিউ বাড়ানোর উপায়” অর্থাৎ এটি একটি কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আরো অনেক অনেক মানুষ ইউটিউব এর মধ্যে লিখে সার্চ করে। তাই আপনি যদি এইরকম কিওয়ার্ড দিয়ে ভিডিও তৈরি করেন এবং ভালো করে SEO করেন তাহলে মানুষ সার্চ ফিডে আপনার ভিডিওটি দেখতে পাবে। এইজন্য কিওয়ার্ড রিসার্চ করে ভিডিও তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে ভালো ভিউস পাওয়া সম্ভব।
ইউটিউবে সঠিক হ্যাশট্যাগ যুক্ত করা
আপনি যদি আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী একটি সঠিক হ্যাশট্যাগ আপনার ভিডিওর মধ্যে যুক্ত করেন তাহলে ভিউয়ার্সদের পক্ষে আপনার ভিডিওটি খুঁজে বের করা সহজ হবে। এইজন্য ভিডিওর মধ্যে সঠিক হ্যাশট্যাগ যুক্ত করা অনেক জরুরী।
ইউটিউব ভিডিওর মধ্যে ট্যাগ ব্যবহার করা
হ্যাশট্যাগ এবং ট্যাগ দুটি নাম শুনতে প্রায় এক কিন্তু দুটির কাজ ভিন্ন। হ্যাশট্যাগ মূলত ডিসক্রিপশন বক্স এবং ভিডিও টাইটেলের মধ্যে ব্যবহৃত হয় এবং এটি যে কেউ দেখতে পারে। ট্যাগ মূলত লুকানো থাকে অর্থাৎ এটি যে কেউ দেখতে পারে না। ট্যাগ এর কাজ হলো আপনি যদি আপনার ভিডিওর মধ্যে ট্যাগ ব্যবহার করেন তাহলে ইউটিউব বুঝতে পারে আপনার ভিডিওটি কোন বিষয়ে উপর তৈরি করা ফলে ইউটিউব আপনার ভিডিওটি সঠিক দর্শককের কাছে পৌঁছে দেয়। ট্যাগ ব্যবহারের ফলে আপনার ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছায় ফলে আপনার ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে ভিউস হয়।
ভিডিও এর ওয়াচ টাইম দিয়ে ভিউস বাড়ানো
আপনার ভিডিওর ওয়াচ টাইম আপনার ভিডিওর ভিউস বাড়াতে সাহায্য করে। আপনার ভিডিওর মধ্যে যত বেশি ওয়াচ টাইম হবে youtube আপনার সেই ভিডিওকে তত বেশি গুরুত্ব দিবে। উদাহরণ : মনে কর আপনি ১০ মিনিটের একটি ভিডিও ইউটিউব এর মধ্যে আপলোড করেছে এবং মানুষ সেই ভিডিওটিকে ৮ মিনিট পর্যন্ত দেখেছেন তাহলে ইউটিউব বুঝতে পারবে আপনার ভিডিওটি অনেক কার্যকর তাই মানুষ এতক্ষণ ধরে আপনার ভিডিওটি দেখেছেন। এইজন্য youtube আপনার ভিডিওটি আরও দর্শকের কাছে পৌঁছে দিবে এর ফলে আপনার ভিডিওতে আরো বেশি ভিউস হবে।
ইউটিউবে ট্রন্ডিং বিষয়ের ভিডিও তৈরি করা
বর্তমান সময়ে যেটি ট্রন্ডিং এর মধ্যে রয়েছে সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে আপনি আপনার ভিডিওর মধ্যে ভিউস আনতে পারবেন। কারণ ট্রন্ডিং টপিকের উপর মানুষের আগ্রহ বেশি থাকে। এইজন্য ইউটিউব ভিডিওর মধ্যে ভিউস আনতে হলে ট্রেন্ডিং বিষয়ে ভিডিও তৈরি করা অনেক কার্যকর।
আপনি যদি শুধু youtube ভিডিওর মধ্যে ভিউস আনা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে হবে না। ইউটিউব থেকে আর্নিং করার জন্য ইউটিউবের নীতিমালা বাধ্যতামূলক মানতে হবে। আপনি যদি ইউটিউবের নীতিমালা অমান্য করেন তাহলে আপনি youtube থেকে আর্নিং করতে পারবেন না। ইউটিউবের নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তাদের অফিসিয়াল সাইটে ভিডিট করুন। YouTube Help Center-এর মধ্যে ইউটিউবের সকল সাম্প্রতিক আপডেট সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। YouTube Community Guidelines-এর মধ্যে ইউটিউব কোন ধরনের কন্টেন্ট গুলিকে বৈধ হিসাবে স্বীকৃতি দেয় এবং কোন ধরনের কনটেন্ট গুলিকে অবৈধ হিসেবে বিবেচনা করে সেগুলির নীতিমালা এখানে দেওয়া থাকে। YouTube Monetization Policies-এর মধ্যে ইউটিউবের মনিটাইজেশন পাওয়ার জন্য যে শর্তগুলি পূরণ করতে হয় সেগুলির নীতিমালা এখানে বিস্তারিত দেওয়া থাকে।
আজকে আপনি জানতে পারলেন কি ভাবে ইউটিউব ভিডিওর মধ্যে ভিউস আনতে হয় সেই বিষয়ে বিস্তারিত।

Pingback: ইউটিউব SEO কিভাবে করব?