YT TutorialBlogUncategorized

ইউটিউবে টাইটেল ইংরেজি হয়ে যাচ্ছে কেন

ইউটিউবে টাইটেল ইংরেজি হয়ে যাচ্ছে কেন

ইউটিউবের নতুন আপডেট আসার পর থেকেই সকলেই ইউটিউবের টাইটেলের সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইউটিউব অনেকগুলি আপডেট একসাথে নিয়ে এসেছিল এবং এরপর থেকেই বিভিন্ন চ্যানেলের মধ্যে ভিডিওর টাইটেলর মধ্যে সমস্যা দেখা দিয়েছে। অর্থাৎ কেউ যদি তাদের ইউটিউব ভিডিওর মধ্যে বাংলায় টাইটেল লিখে তাহলে সেটি ইংরেজিতে রূপান্তরিত হয়ে যায়। যদি আপনার ইউটিউব ভিডিওর টাইটেলের সাথে এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আপনার ইউটিউব ভিডিও টাইটেল গুলি বাংলায় না লিখে ইংরেজিতে লিখবেন যাতে আপনার দর্শকরা বুঝতে পারে। কিন্তু শুধু টাইটেল ইংরেজিতে দিলে হবে না টাইটেলের সাথে আরো কিছু কাজ করতে হবে যেমন ডিসক্রিপশন বক্স সম্পূর্ণ ইংরেজিতে লিখতে হবে এছাড়াও আপনি আপনার ইউটিউব চ্যানেলের Yt studio এর মধ্যে প্রবেশ করে Language and captions certification গিয়ে Title and description language English করতে হবে।

যদি আপনি চান শুধু মাত্র বাংলা ভাষায় টাইটেল ব্যবহার করতে তাহলে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের স্টুডিওর ভিতরে প্রবেশ করতে হবে এবং অবশ্যই YouTube studio ডেক্সটপ মোডে অপেন করে সেটিংসে প্রবেশ করবে।

সেটিংসে প্রবেশ করার পর Upload defaults এর মধ্যে প্রবেশ করবেন তারপর advance settings এর উপরে ক্লিক করে প্রবেশ করতে হবে। একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন Automatic Dubbing নামের একটি অপশন সেই অপশনটি বন্ধ করে দিতে হবে। যদি আপনি এই অপশনটি বন্ধ করে দেন তাহলে আপনার ভিডিওর টাইটেল ইংরেজি ভাষায় আর অনুবাদ হবে না। 

তবে এই অপশনটি বন্ধ করে দিলে আপনার ভিডিও অন্যান্য দেশের মানুষ দেখতে পারবে না। অর্থাৎ এই অপশনটি যদি আপনার চ্যানেলের মধ্যে চালু করা থাকে তাহলে সক্রিয়ভাবে আপনার ভিডিওটি ইংরেজি ভাষায় অনুবাদ হবে এবং যদি এই অপশনটি আপনার চ্যানেলের মধ্যে বন্ধ থাকে তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলি ইংরেজি ভাষায় অনুবাদ হবে না। 

যদি আপনি চান পুরো বিশ্বের মানুষ আপনার ভিডিওটি দেখুক এবং আপনার ভিডিওর ভাষা বুঝোক তাহলে আপনি অবশ্যই এই অপশনটি চালু করে রাখবেন। আর যদি চান আপনার ভিডিও শুধুমাত্র বাংলাদেশ বা নির্দিষ্ট কোন দেশের জন্য তৈরি করছেন তাহলে আপনি এই অপশনটি বন্ধ করে রাখতে পারেন। 

youtube মূলত এই ফিচারটি নিয়ে এসেছে যাতে আপনার তৈরি করা ভিডিওটি ইংরেজি ভাষায় অনুবাদ হয় এবং ইউরোপ থেকে অথবা অন্যান্য যেকোনো দেশের মানুষ আপনার ভিডিওটি দেখে বুঝতে পারে। এইজন্য আমার পরামর্শ অনুযায়ী আমি বলব আপনাকে এই অপশনটি আপনি আপনার চ্যানেলের মধ্যে চালু রাখুন যদি আপনি এই অপশনটি চালু রাখেন তাহলে আপনার চ্যানেলের মধ্যে বিভিন্ন দেশ থেকে দর্শক আসবে ।

Yt

আমি দীর্ঘদিন থেকে YouTube SEO নিয়ে কাজ করছি। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে SEO সম্পর্কে যা শিখতে পেরেছি তা আপনাদের শেখানোর চেষ্টা করছি। আপনারা যাতে সহজ ভাবে আপনাদের কনটেন্টের SEO করতে পারেন সেই জন্য yt-seo.top ওয়েবসাইটের মাধ্যমে নিত্য নতুন Tool তৈরি করে আপনাদের সাথে শিয়ার করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *