ইউটিউব নতুন আপডেট খবর
ইউটিউব নতুন আপডেট খবর
প্রতিবারের মত নিয়মিত আবারো চলে এলো ইউটিউবের মধ্যে নতুন তিনটি দুর্দান্ত আপডেট। যারা ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও তৈরি করেন এবং ব্র্যান্ডের সাথে কাজ করতে চান তাদের জন্য আছে দুর্দান্ত তিনটি আপডেট এছাড়াও যারা ইউটিউব এর মধ্যে লাইভ স্ট্রিমিং করেন তাদের জন্য এই আপডেটগুলো খুবই কার্যকর। যে বা যারা ইউটিউবের মধ্যে ব্র্যান্ডের সাথে কাজ করেন তারা এখন থেকে ইউটিউবের Analytics এর তথ্য PDF ফাইল আকারে কোম্পানির সাথে শেয়ার করতে পারবেন। এতদিন পর্যন্ত থার্ড পার্টি কিছু টুল ব্যবহার করে ইউটিউবের Analytics এর সীমিত কিছু তথ্য শেয়ার করা যেত কিন্তু এখন ইউটিউবের নতুন ফিউচার expansion of Media Kit নামের নতুন ফিউচার ব্যবহার করে ইউটিউবের Analytics এর তথ্য খুব সহজেই কোম্পানির সাথে শেয়ার করা যাবে। বিভিন্ন সময় কোম্পানিরা স্পন্সার দেওয়ার সময় ইউটিউব চ্যানেলের Analytics এর তথ্য দেখতে চায় এখন থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের Analytics এর তথ্যগুলি expansion of Media Kit ফিউচার ব্যবহার করে কোম্পানিকে দেখাতে পারবেন।
public to members only live streams
এখন থেকে আপনি আপনার youtube চ্যানেলের লাইভ স্ট্রিম গুলি শুধুমাত্র সদস্যদের জন্য সর্বজনীন করতে পারবেন। অর্থাৎ আপনার চ্যানেলের লাইভ স্ট্রামিং করার পর আপনি যদি সেটাকে public to members only করে পাবলিক করেন তাহলে আপনার সেই লাইভ স্ট্রিমটি শুধুমাত্র তারাই দেখতে পারবে যারা আপনার কাছ থেকে membership নিয়েছে। কেউ যদি আপনার এই লাইভ স্ট্রিম দেখতে চায় তাহলে সেই ব্যক্তিকে আপনার কাছ থেকে membership যুক্ত হতে হবে টাকা দিয়ে।
extend with AI
ইউটিউবের শর্ট ভিডিওগুলি আরো বিনোদনমূলক করে তোলার জন্য ইউটিউবের নতুন একটি ফিউচার এসেছে সেই ফিউচার এর নাম হল extend with AI. এখন থেকে আপনি আপনার শর্ট ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করার সময় সেটাকে আরো উন্নত করতে পারবেন এআই এর সাহায্যে।
সংক্ষেপে:
youtube চ্যানেলের Analytics এর তথ্য PDF ফাইলে ডাউনলোড করার জন্য ইউটিউবের মধ্যে expansion of Media Kit ফিউচার এসেছে। ইউটিউবের মধ্যে লাইভ স্ট্রিমিং শুধুমাত্র members জন্য তৈরি করার জন্য ইউটিউবের মধ্যে এসেছে public to members only live streams ফিউচার। ইউটিউব সর্টস ভিডিওকে আরো বিনোদনমূলক এবং উন্নত করে আপলোড করার জন্য ইউটিউবের মধ্যে এসেছে extend with AI।
