ইউটিউব নিউ আপডেট – multi language audio dubbing
ইউটিউব নিউ আপডেট – multi language audio dubbing
এতদিন ইউটিউবে Auto dubbing নামের নতুন একটি ফিচার নিয়ে বিপুল আলোচনা করা হয়েছিল। এই ফিউচারটি সাধারণত ইউটিউবের ভিডিওগুলোকে এআইয়ের মাধ্যমে অনুবাদ করে ইংরেজি বা অন্যান্য যে কোন ভাষায় রূপান্তরিত করতো। ইউটিউব এই ফিউচারটি আনার পর থেকেই কনটেন্ট নির্মাতাদের ভিডিওর মধ্যে অনেক বেশি আরনিং এবং ভিউস বেড়েছে। তবে ইউটিউব এই Auto dubbing ফিউচারের পাশাপাশি নতুন আরেকটি ফিউচার নিয়ে এসেছে যেই ফিউচারের নাম হলো multi language audio dubbing।
multi language audio dubbing ফিচারটি ইউটিউবের মধ্যে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে চালু করা হয়েছিল। তবে এতদিন এই ফিচারটি সকল চ্যানেলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি শুধুমাত্র নির্দিষ্ট কিছু চ্যানেলের মধ্যে এই ফিচারটি চালু করা হয়েছিল যেমন : MrBeast, Ruhi Cenet, Mark Rober, Fremantle, ইত্যাদি।
যে সকল চ্যানেলের মধ্যে এই ফিচারটি চালু করা হয়েছে সেই চ্যানেলগুলোর মধ্যে দেখা গেছে প্রায় ২৫% ভিউজ এমন কিছু অডিয়েন্সের কাছ থেকে এসেছে যেই অডিয়েন্স গুলি সাধারণত সেই ভিডিওর ভাষার নয়। এবং এমনও অনেক চ্যানেল আছে যে চ্যানেলের মধ্যে এই ফিউচারটি উন্মুক্ত করার পর ৫ গুণ পর্যন্ত ভিউস এসেছে। মূলত এ কারণেই ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে এই ফিউচারটির সকল চ্যানেলের জন্য উন্মুক্ত করে দিবে যা বর্তমানে প্রায় সকল চ্যানেলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
বর্তমানে আপনি চাইলে MrBeast এর youtube চ্যানেলের মত আপনার চ্যানেলের মধ্যেও multi language audio dubbing ফিউচারটি চালু করতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে আপনার youtube চ্যানেলের মধ্যে Auto dubbing ফিউচারটি ব্যবহার করতে পারবেন। যদি আপনি এই ফিউচারটি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটি পৌঁছাতে পারে বিভিন্ন High CPM দেশের ভিউয়ার্সদের কাছে যার ফলে আপনার ভিডিওর আর্নিং ২০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে শুধুমাত্র Auto dubbing ফিউচার ইউটিউব চ্যানেলের মধ্যে চালু করে রাখলে আপনার আর্নিং ২০ গুণ হবে না এর জন্য প্রয়োজন উচ্চ মানের কনটেন্ট তৈরি করা।
