ইউটিউবের নতুন ফিউচার
সকালেই প্রায় ইউটিউবের ভিডিও দেখেন কিন্তু ভাষাগত সমস্যার কারণে ইউটিউবে ভিডিওগুলি দেখে উপভোগ করতে পারেন না। কিন্তু আর চিন্তা নয় youtube এই সমস্যার সমাধান নিয়ে এলো এখন থেকে আপনি যে কোন ভাষার ভিডিও আপনি আপনার মাতৃভাষায় দেখতে পারবেন। ইউটিউব নিয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ডাবিং ফিউচার এই ফিউচারটি যেকোন ভাষার ভিডিও সংক্রিয়ভাবে আপনার মাতৃভাষায় অনুবাদ করে দিবেন। ফলে আপনি যেকোন ভাষার ভিডিও বাংলা ভাষা অথবা আপনার মাতৃভাষায় দেখতে পারবেন।
ইউটিউবের কাছ থেকে জানা যায় ইউটিউব এই ফিউচারটি google এর নতুন এআই মডেল জেমিনিকে কাজে লাগিয়ে এই ফিউচারটি চালু করেছে। যেহেতু এই ফিউচারটি google এর নতুন এআই মডেল জেমিনির সাহায্যে চালু করা হয়েছে তাই ভিডিওর মধ্যে থাকা আবেগের সাথে মিল রেখে ভিডিওগুলি অনুবাদ করা হবে। অর্থাৎ অনেক সময় ভিডিওগুলি Ai দ্বারা ডাবিং করলে ভিডিওর মধ্যে থাকা আবেগ এবং দৃষ্টিভঙ্গি গুলি অনুবাদ করা ভাষার মধ্যে ফুটে উঠে না। কিন্তু যেহেতু ইউটিউবের এই নতুন ফিউচারটি গুগল জেমিনির সাহায্যে চালু করা হয়েছে তাই বলা যায় অনুবাদ করা ভাষার মধ্যেও জেমিনি সেই ভিডিওর প্রধান আবেগ এবং দৃষ্টিভঙ্গি ধরে রাখতে সক্ষম হবে।
ইউটিউবের নতুন ফিউচারের সুবিধা
ইউটিউবের মধ্যে যারা ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করেন তাদের জন্য ইউটিউবের এই নতুন ফিউচারটি অনেক লাভজনক হবে। কারণ ইউটিউবের এই নতুন ফিউচার এর ফলে ইউটিউবে নির্দিষ্ট ভাষার ভিডিওগুলি বিভিন্ন ভাষায় সক্রিয়ভাবে অনুবাদ হবে। যদি একটি ভাষার ভিডিও বিভিন্ন ভাষায় অনুবাদ হয় তাহলে বিভিন্ন দেশের মানুষ সেই ভিডিওটি নিজেদের মাতৃভাষায় দেখতে পারবেন ফলে ভিডিওর মধ্যে ভিউস আসার পরিমাণ কয়েক গুণ বেশি হবে এবং ভিডিওর মধ্যে ভিউজ বেশি হওয়ার কারণে সেই ভিডিও থেকে উপার্জনও অনেক বেশি হবে।
ইউটিউব শুধু ভিডিওর অডিও গুলি অনুবাদ করবে না এর পাশাপাশি ভিডিওর মধ্যে ব্যবহার করা থাম্বনেলও মাল্টিল্যাঙ্গুয়েজে থাকবে। তবে এই ফিউচারটি এখনো সকল চ্যানেলের জন্য উন্মুক্ত করা হয়নি কিছু কিছু চ্যানেলের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে কিন্তু খুব শীঘ্রই এই ফিউচার গুলি সকল চ্যানেলের জন্য উন্মুক্ত করা হবে।