YouTube Earning Calculator

🎥 YouTube Earnings Calculator


YouTube Earnings Calculator Tool – ব্যবহারবিধি

আপনি যদি একটি ইউটিউব চ্যানেলের মালিক হন তাহলে আপনার কি জানা আছে আপনার ভিডিও থেকে কত আয় হয়েছে? আমাদের YouTube Earnings Calculator Tool আপনার সেই নির্দিষ্ট ভিডিওর আয়ের পরিমাণকে সহজেই হিসাব করে দিতে পারে।

আমাদের YouTube Earnings Calculator Tool ব্যবহার করে আপনি আপনার ভিডিওর ভিউয়ের পরিমাণ অনুযায়ী আনুমানিক একটি আয়ের ধারণা জানতে পারবেন।

কিভাবে ব্যবহার করবেন:

1. Select Country:
আপনার চ্যানেলে ভিডিওগুলি যে দেশের দর্শকরা দেখে সেই দেশটি নির্বাচন করুন। প্রত্যেকটি দেশের নামের পাশে ওই দেশের পতাকা থাকার কারণে দেশটিকে সহজেই চিহ্নিত করা যাবে। দেশের তালিকা গুলি ওই দেশের CPM অনুযায়ী সাজানো।

2. Select Video Type:
আপনার You Tube video Type নির্বাচন করুন। আপনার You Tube video যদি Long Video হয় তাহলে Long Video Type নির্বাচন করুন আর যদি YouTube Shorts video হয় তাহলে Shorts Type সিলেক্ট করুন।

3. Choose Video Category:
আপনার ভিডিওগুলি কোন ক্যাটাগরিতে পড়ে সেটি সিলেক্ট করুন। এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে যেমন : Gaming, Business, Music, Tech ইত্যাদি। বিভিন্ন ক্যাটাগরির CPM ভিন্ন হয়ে থাকে।

4. Enter Views:
আপনি যে ভিডিওর আয় জানতে চান সেই ভিডিওটির ভিউস লিখুন। উদাহরণ : (১০০০, ১০০০০, ৫০০০০০ ইত্যাদি)

5. Click “Calculate Earnings”:
উপারে বর্ণিত সকল তথ্য দেওয়ার পর “Calculate Earnings” বোতামে ক্লিক করুন। ক্লিক করার পর YouTube Earnings Calculator আপনাকে একটি আনুমানিক আয় কত ডলার হতে পারে সেটি দেখাবে।

কেন এই টুলটি ব্যবহার করবেন?
  • বাস্তবসম্মত আয় অনুমান করতে পারবেন।
  • ভিডিও কনটেন্ট পরিকল্পনায় সহায়ক।
  • নতুন ইউটিউবারদের জন্য দারুণ একটি নির্দেশনা।

আমাদের YouTube Earnings Calculator Tool আনুমানিক আয়ের হিসাব দেখায় — YouTube-এর প্রকৃত আয় বিজ্ঞাপন, RPM, নীতিমালা ও নেটওয়ার্কের উপর নির্ভর করে।