ইউটিউব চ্যানেল ডিলিট হয় কেন?
ইউটিউব চ্যানেল ডিলিট হয় কেন?
সাম্প্রতিক ইউটিউব একসাথে অনেকগুলি সুখবর নিয়ে এসেছিলো অর্থাৎ একসাথে youtube প্রায় 30 টির মতো আপডেট নিয়ে এসেছিল। যতদিন যাচ্ছে ততই ইউটিউব প্ল্যাটফর্মটির মধ্যে অনেক উন্নত ফিউচার যুক্ত হচ্ছে। ইউটিউবের মধ্যে যত সুযোগ সুবিধা আসছে ততই কিন্তু বিপদও আছে! ইউটিউবের নিত্য নতুন আপডেটের সাথে youtube এর মধ্যে অনেক বেশি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আপনি যদি ইউটিউবের এই নতুন চ্যালেঞ্জ সম্পর্কে না জানেন তাহলে আপনার চ্যানেলের সাথে অনেক খারাপ কিছু হতে পারে যেমন: ভিডিও ডিলিট হয়ে যেতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে আরো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে আপনার চ্যানেল।
কয়েকদিন আগে ইউটিউবের মধ্যে একসাথে ৩০টি আপডেট এসেছিল এবং এই ৩০ টি আপডেট একেবারেই নতুন আপডেট ছিল। অর্থাৎ এই ৩০টি আপডেট ছিল নতুন এবং ইউনিক ফিউচারের উপর। এই আপডেট গুলির মধ্যে কিছু কিছু আপডেট ইউটিউবে মধ্যে ইতি মধ্যেই যুক্ত করা হয়েছে যেমন : title a/b Testing, invite collaboration, auto dubbed ইত্যাদি কিছু ফিচার ইতিমধ্যে youtube এর মধ্যে লঞ্চ করে দেওয়া হয়েছে এবং যেই ফিউচারগুলি এখনো ইউটিউবের মধ্যে আসেনি সেই ফিউচার গুলি ইউটিউব এর মধ্যে যুক্ত করার জন্য ইউটিউব ইতিমধ্যে কাজ করছে।
ইউটিউবের মধ্যে যে নতুন ফিচার যুক্ত হয় সেই নতুন ফিউচারের উপর ভিত্তি করে ইউটিউব একটি কমিউনিটি গাইডলাইন তৈরি করে। অর্থাৎ youtube যে ৩০টি আপডেট নিয়ে আসছে সেই ৩০টি আপডেটের উপর কিন্তু কমিউনিটি গাইডলাইন তৈরি করা হবে। যদি আপনি এই ফিউচার গুলি ব্যবহার করেন এবং কমিউনিটি গাইডলাইন না মানেন তাহলে আপনার ভিডিওটি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হতে পারে এবং আপনার চ্যানেলের মধ্যে কমিউনিটি স্ট্রাইক আসতে পারে। যদি আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে থাকে তাহলে ইউটিউবের নতুন ফিউচারের অপব্যবহারের কারণে আপনার চ্যানেলটির মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হতে পারে।
সংক্ষেপে:
ইউটিউবে যত বেশি ফিউচার আসবে ততই নতুন আইন তৈরি হবে এবং আপনি যদি এই আইন অমান্য করেন তাহলে আপনার চ্যানেল ইউটিউব থেকে ডিলিট করে দিতে পারে, ভিডিও ডিলিট হয়ে যেতে পারে এবং মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে আরও ইত্যাদি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে আপনার চ্যানেল। অবশ্যই কোন নতুন ফিউচার ব্যবহার করার আগে সেই ফিউচার সম্পর্কিত কমিউনিটি গাইডলাইন জানবেন।
