Sharing Is Caring:

কোথা থেকে 2 step verification চালু করতে হয়

কোথা থেকে 2 step verification চালু করতে হয়

বর্তমান ডিজিটাল যুগে মানুষের অন্যতম সম্পদ হলো জিমেইল একাউন্ট। একজন মানুষের জিমেইল একাউন্ট দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একাউন্ট খোলা হয়। অনেকেরই আবার অর্থ উপার্জনের মূল শিকড় হলো জিমেইল একাউন্ট কারণ অনেক মানুষ ইউটিউব থেকে অর্থ উপার্জন করেন এবং একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে থাকে জিমেইল একাউন্টের মাধ্যমে। একটি ইউটিউব চ্যানেল সফলতার দরজার কাছে পৌঁছানোর জন্য প্রয়োজন হয় কঠোর পরিশ্রম এবং একটু অবহেলার কারণে যদি সেই youtube চ্যানেলটি নষ্ট অথবা হ্যাক হয়ে যায় তাহলে সেটি কিন্তু বাস্তবে মেনে নেওয়া প্রায় অসম্ভব।

তাই আপনার জিমেইল একাউন্ট এবং ইউটিউব চ্যানেল রক্ষা করার জন্য বাধ্যতামূলক 2 step verification চালু করতে হয়। আজকে আমরা 2 step verification চালু করার নিয়ম জানবো।

2 Step Verification কী?

2 Step Verification হলো এমন একটি নিরাপদ ব্যবস্থা যেটি আপনার জিমেইল একাউন্ট এর মধ্যে চালু করে রাখলে সেই জিমেইল একাউন্ট শুধু পাসওয়ার্ড দিয়ে অন্য কোন ডিভাইসের মধ্যে লগইন করা যাবে না। আপনার জিমেইলের মধ্যে 2 Step Verification চালু করার পর অন্য কোন ডিভাইসের মধ্যে আপনার জিমেইল অ্যাকাউন্ট লগইন করার জন্য প্রয়োজন হবে

  • পাসওয়ার্ডের পাশাপাশি মোবাইল নম্বর
  • ইমেইল কোড
  • অথেনটিকেটর অ্যাপ থেকে একটি ভেরিফিকেশন কোড
  • ব্যাকআপ কোড

2 Step Verification কোথা থেকে চালু করতে হয়?

আপনার জিমেইলে 2 Step Verification চালু করার জন্য প্রথমে Gmail apps এর মধ্যে প্রবেশ করবেন।

তারপর উপরের দিকে ডানপাশে কর্নারে জিমেইলের প্রোফাইল আইকনে ক্লিক করবেন,

প্রোফাইল আইকনে প্রবেশ করার পর Manage your Google Account লেখার উপর ক্লিক করবেন,

Manage your Google Account প্রবেশ করার পর Security লেখার উপর ক্লিক করবেন,

তারপর একটু নিচে ক্রল ডাউন করে আসার পর দেখতে পারবেন 2 Step Verification লেখা সেই লেখার উপর ক্লিক করবেন।

তারপর আপনার কাছ থেকে আপনার মোবাইলের হোমস্ক্রিনের লক চাইবে সেই লক বা ফিঙ্গার দিবেন।

তারপর 2 Step Verification লেখার নিচে Add phone number নামে একটি বাটন আসবে সেই বাটনে ক্লিক করবেন এবং country icon থেকে আপনি যে দেশের থাকেন সেই দেশ নির্বাচন করবেন। তারপর আপনার দেশের নাম্বার দিয়ে দিবেন এবং Next বাটন ক্লিক করবেন। তারপর আপনার দেওয়া নাম্বারটির মধ্যে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই ভেরিফিকেশন কোড দিয়ে আপনার নাম্বারটি ভেরিফাই করতে হবে। তারপর লেখা আসবে Google Prompt এবং Phone number এর নিচে লেখা থাকবে Done সেই Done লেখার উপর ক্লিক করবেন।

এই ধাপ গুলি অনুসরণ করার পর আপনার জিমেইল একাউন্টের মধ্যে 2 Step Verification চালু হয়ে যাবে।

জিমেইল সিকিউরিটির জন্য কি করতে হয়?

আপনি আপনার জিমেইল একাউন্টটির সিকিউরিটি আরো শক্তিশালী করার জন্য 2 Step Verification চালু করার পর আরোও কিছু কাজ করে নিতে পারেন যেমন

  1. Passkeys and security keys
  2. Google prompt
  3. Authenticator
  4. Phone number
  5. Backup codes

এই অপশন গুলি 2 Step Verification করার পর চালু করে রাখলে gmail একাউন্ট অনেক বেশি সিকিউরিটি মধ্যে থাকে।

Passkeys and security keys এটি মূলত USB এবং পেনড্রাইভ দিয়ে করা হয় এটি চালু করলে আপনার জিমেইল যদি হ্যাক হয়ে যায় তাহলে USB সিকিউরিটির মাধ্যমে খুব সহজেই আপনার একাউন্ট ফিরিয়ে আনতে পারবেন।

Authenticator দ্বারা যদি আপনি আপনার একাউন্ট সুরক্ষা করেন তাহলে আপনার জিমেইল একাউন্টটি লগইন করার সময় Authenticator apps এর মধ্যে কোড পাঠানো হবে এবং ওই কোড ছাড়া আপনার একাউন্টটি লগইন করা যাবে না।

আপনি যদি আপনার জিমেইল একাউন্টের Backup codes নিয়ে রাখেন এবং যদি আপনার জিমেইল একাউন্টটি হ্যাক হয়ে যায় তাহলে আপনি Backup code এর সাহায্যে আপনার জিমেইল একাউন্ট উদ্ধার করতে পারবেন। অর্থাৎ যখন আপনি forget password এর মধ্যে ক্লিক করবেন তখন আপনার কাছ থেকে Backup code চাইবে এবং Backup codes দেওয়ার সাথে সাথেই আপনার একাউন্ট চলে আসবে।

আপনার জিমেইল একাউন্টটি সুরক্ষিত রাখার জন্য অবশ্যই 2 Step Verification এর সাথে এই অপশন গুলি চালু করে রাখবেন।

আমি দীর্ঘদিন থেকে YouTube SEO নিয়ে কাজ করছি। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে SEO সম্পর্কে যা শিখতে পেরেছি তা আপনাদের শেখানোর চেষ্টা করছি। আপনারা যাতে সহজ ভাবে আপনাদের কনটেন্টের SEO করতে পারেন সেই জন্য yt-seo.top ওয়েবসাইটের মাধ্যমে নিত্য নতুন Tool তৈরি করে আপনাদের সাথে শিয়ার করার চেষ্টা করছি।

Sharing Is Caring:
 
youtube a/b testing titles feature

youtube a/b testing titles feature

youtube a/b testing titles feature কিছুদিন আগে ইউটিউব অনেকগুলি আপডেট একসাথে নিয়ে এসেছিল। এই আপডেট গুলির মধ্যে অন্যতম একটি আপডেট হলো আপনি এখন আপনার একটি ভিডিওর মধ্যে তিনটি টাইটেল যুক্ত…

ইউটিউব নতুন আপডেট Veo 3 আসছে সম্পূর্ণ ফ্রিতে

ইউটিউব নতুন আপডেট Veo 3 আসছে সম্পূর্ণ ফ্রিতে

ইউটিউব নতুন আপডেট Veo 3 আসছে সম্পূর্ণ ফ্রিতে বর্তমানে ইউটিউব এর মধ্যে youtube এমন কিছু আপডেট নিয়ে এসেছে যার ফলে ইউটিউবারদের ইনকাম কয়েক গুণ বেশি হয়ে যাবে অর্থাৎ তারা এখন…

কিভাবে অনলাইনে ছবি বিক্রি করা যায়,, ছবি বিক্রি করে টাকা ইনকাম করার নিয়ম

কিভাবে অনলাইনে ছবি বিক্রি করা যায়

যদি আপনার কাছে একটি স্মার্ট ফোন থেকে থাকে তাহলে আপনি সেই স্মার্টফোন ব্যবহার করে ছবি দিয়ে দৈনিক ৫৫০-৭৫০ টাকা উপার্জন করতে পারবেন খুব সহজেই। বর্তমানে আপনি যদি কোন কাজ করে…

Leave a Comment