how to add collaborators on youtube
how to add collaborators on youtube
কিছু দিন আগে ইউটিউব এক সাথে অনেকগুলি আপডেট নিয়ে এসেছিলো এর মধ্যে একটি আপডেট হলো collaborator নামের আপডেট। collaborator হলো ইউটিউবের একটি নতুন ফিউচার যেই ফিউচারটি প্রায় সকলের চ্যানেলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনার তৈরি করা একটি ভিডিও অন্যান্য ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে সেই চ্যানেলগুলি থেকে ভিউস আনার পদ্ধতিকে বলা হয় collaborator। সর্বোচ্চ পাঁচটি চ্যানেলের মধ্যে collaborator করে ভিডিও আপলোড করা যায়। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি যদি অন্য কোন চ্যানেলের সাথে collaborator এর জন্য Invite করেন এবং সেই চ্যানেলগুলি যদি আপনার Invite গ্রহণ করে তাহলে সেই চ্যানেল গুলির Subscription Feed অর্থাৎ তাদের চ্যানেলের ভিডিওগুলি আপলোড করলে যেই জায়গায় দেখা যায় সেই জায়গায় আপনার চ্যানেলের ভিডিওগুলি collaborator পদ্ধতিতে দেখানো হবে। তবে আপনি যে চ্যানেলেকে collaborator যুক্ত করবেন সেই চ্যানেলের মালিক আপনার ভিডিওর মধ্যে কোন পরিবর্তন করতে পারবে না এটি শুধুমাত্র আপনি নিজেই করতে পারবেন। আপনি অন্য কোন চ্যানেলের সাথে আপনার ভিডিওটি collaborator করার পর তাদের চ্যানেল থেকে যত ভিউজ আসবে এবং যা আর্নিং হবে সম্পূর্ণ আর্নিং আপনি নিজে পাবেন এবং এটি অনেক সুবিধা জনক একটি ফিউচার।
ইউটিউবের আর্নিং বৃত্তি এবং অতিরিক্ত ভিউস আনার জন্য collaborator অনেক লাভজনক একটি পদ্ধতি হতে পারে আপনার ইউটিউব চ্যানেলের জন্য তাই চলুন জানা যাক কিভাবে Invite a collaborator করতে হয়।
Invite a collaborator on youtube
ইউটিউবের ভিডিওর জন্য collaborator এর Invite করতে হলে প্রথমে YouTube studio চালু করতে হবে। YouTube studio এর মধ্যে প্রবেশ করার জন্য আপনি যেকোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারেন যেমন Chrome।
তারপর আপনি আপনার চ্যানেলের studio এর মধ্যে প্রবেশ করবেন এবং আপনি যেই বিজয়ের মধ্যে collaborator যুক্ত করতে চান সেই ভিডিওর details অপশনে প্রবেশ করবেন এবং Show more বাটনে ক্লিক করে নিচের দিকে আসবেন।
নিচের দিকে আসার পর আপনি Altered content এর নিচেই পাবেন Collaboration অপশন।
তারপর Invite a collaborator অপশন এর উপর ক্লিক করবেন এবং আপনার সামনে একটি সার্চ বার আসবে সেই সার্চ বারের মধ্যে আপনি যেই চ্যানেলকে collaborator হিসেবে ইনভাইট করতে চান সেই চ্যানেলের নাম লিখুন।
আপনি যদি চান আপনার ভিডিও সকল তথ্য আপনি যেই চ্যানেল গুলির সাথে collaborator করেছেন সেই চ্যানেলের মালিককে দেখাতে তাহলে আপনি Allow Analytics viewing অপশনটি চালু করে দিবেন। তবে তারা সকল তথ্য দেখতে পারলেও আপনার সেই ভিডিও থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটি তারা দেখতে পারবেনা।
তারপর আপনি Create link বাটনের উপর ক্লিক করবেন এবং আপনার সামনে একটি লিংক তৈরি হবে। আপনি লিঙ্কটি যে কোন জায়গায় রেখে দিবেন এবং Save বাটনের উপর ক্লিক করবেন save বাটনের উপর ক্লিক না করলে হবে না।
আপনি যেই লিংকটি সংরক্ষণ করেছিলেন সেই লিংকটি আপনি সেই চ্যানেলের মালিকের কাছে দিবেন এবং সেই চ্যানেলের মালিক যখন তার চ্যানেল লগইন থাকাকালীন অবস্থায় এই লিংকটি খুলবে তখন সেই চ্যানেলের মালিকের কাছে একটি নোটিশ আসবে যদি সে Accept করে তাহলে সেই চ্যানেলের সাথে আপনার চ্যানেলের ভিডিওটি collaborator হয়ে যাবে।
সংক্ষেপে
- YouTube Studio-তে লগইন করো
- নতুন ভিডিও আপলোড করো বা একটি ভিডিও edit করো
- “Details” সেকশনে যাও → “Show more” ক্লিক করো
- “Collaboration” অপশনে “Invite a collaborator” বেছে নিয়ে চ্যানেল নির্বাচন করো
- collaborator-কে invitation link পাঠাও → তারা accept করলে যুক্ত হবে
