whatsapp এ মেসেজ যায় না কেন?
whatsapp এ মেসেজ যায় না কেন?
ভাইরা, হোয়াটসঅ্যাপ আমরা সবাই চালাই। হইলেও মাঝে মাঝে এমন হয় যে মেসেজ পাঠাইতেছি, মেসেজ যাইতেছে না। আবার কারো কারো কাছে মেসেজ আসে না, কলে শব্দ আসে না, নোটিফিকেশন বাজে না — এইসব ঝামেলা লইয়া মাথা গরম হয়ে যায়। তাই আজগা আমি তোমাগো বুঝাইয়া দিমু, whatsapp এ মেসেজ যায় না কেন আর কিভাবে ঠিক করবা। নরমালি বাড়ির মানুষরাও যেন বুঝতে পারে, সেইভাবে সহজ ভাষায় সব বলতেছি।
whatsapp এ মেসেজ যায় না কেন – প্রথম কারণ: ইন্টারনেট সমস্যা
সবচেয়ে বেশি সমস্যা হয় ইন্টারনেট দিক থেইকা। নেট ঠিক না থাকলে তো মেসেজ ধাক্কাইয়া বাইরে যাইব না। ওয়াইফাই বা মোবাইল ডাটায় নেট ঠিক নাই হইলে মেসেজ সেন্ড হবে না।
- ওয়াইফাই সিগন্যাল দুর্বল
- মোবাইলে ডাটা শেষ
- এয়ারপ্লেন মোড অন
- নেটওয়ার্ক সার্ভার ডাউন
সমাধান:
- ওয়াইফাই OFF/ON কর
- মোবাইল ডাটা OFF/ON কর
- এয়ারপ্লেন মোড OFF রাখ
- সিম কার্ড একবার খুলে লাগাও
মোবাইলের টাইম ঠিক না থাকলেও মেসেজ যায় না
এইটা এমন এক জিনিস, যেটা অনেকেই খেয়ালই করে না। কিন্তু ভাই, মোবাইলের টাইম আর তারিখ যদি ঠিক না থাকে, তাহলে Whatsapp অনেক সময় সার্ভারের সাথে মিল পাইতে পারে না। Whatsapp এর সার্ভার থাকে অনলাইনে, ওরা তোমার ফোনের সময়ের সাথে হিসাব মিলায় — মানে, তুমি মেসেজ পাঠাইছো কয়টা বাজে, সার্ভার সেটার হিসাব রাখে। কিন্তু সময় যদি ভুল থাকে, সার্ভার ধরে নেয় তুমি অফলাইনে আছো, তাই মেসেজ আটকা পড়ে যায়।
আরও একটা ব্যাপার আছে — ফোনে সময় অনেক পিছায়ে বা সামনে থাকলে এনক্রিপশন কী (encryption key) ঠিকভাবে কাজ করে না। তখন Whatsapp ভাবে, তোমার ফোনের সিস্টেম পুরানো বা অসুরক্ষিত, তাই মেসেজ পাঠায় না কিংবা সার্ভার থেকে গ্রহণ করে না।
এই সমস্যায় অনেক সময় দেখা যায় — তোমার পাঠানো মেসেজে একটা টিক চিহ্নও আসে না, মানে “sending” অবস্থায় থেমে যায়। আবার কখনো দেখা যায়, মেসেজ আসছে না, কিন্তু নেট একদম ঠিক আছে। তখন অনেকেই ভাবে Whatsapp নষ্ট, আসলে সমস্যা টাইমে!
এই সমস্যা কেমনে চেক করবা:
- ফোনে গিয়া Settings → Date & Time এ যাও।
- সেখানে দেখবা “Automatic date & time” নামে একটা অপশন আছে।
- ওইটা OFF থাকলে অন করে দাও।
- আরেকটা অপশন থাকে “Use network-provided time zone”, এইটাও অন করো।
- তারপর ফোন রিস্টার্ট দাও।
এভাবে করলেই তোমার ফোনের সময় ইন্টারনেটের সার্ভারের সাথে মিল খাইয়া যাবে। যখন সময় সঠিক থাকবে, তখন Whatsapp এর সার্ভার বুঝবে — হ্যাঁ, এখন সব ঠিক আছে। এরপরেই তোমার মেসেজ ঠিকঠাক পাঠানো আর পাওয়া দুইটাই শুরু হয়ে যাবে।
সুতরাং ভাই, অনেক সময় Whatsapp এর বড় বড় ঝামেলা এই ছোট টাইমের ভুলের কারণেই হয়। তাই মেসেজ না গেলে আগে নেট চেক করার পর, ফোনের সময়-তারিখটা ঠিক আছে কিনা একবার চোখ বুলাইবা। এতে অনেক সময়ের মাথাব্যথা বাঁচবা।
Storage ভর্তি হইলে Whatsapp মেসেজ আসবে না
এইটা এমন এক সমস্যা, যেইটা বেশিরভাগ মানুষ ধরতেই পারে না। অনেক সময় দেখি, নেট ঠিক আছে, ফোন ভালোই চলছে, তবুও Whatsapp এ নতুন মেসেজ আসে না, আবার তুমি পাঠাইলেও যায় না। এর পেছনের কারণ হইল — ফোনের Storage ভর্তি হয়ে গেছে!
ফোনে যত ছবি, ভিডিও, ডকুমেন্ট, স্ক্রিনশট, অডিও — সব মিলায়ে যদি জায়গা শেষ হয়ে যায়, তখন Whatsapp নতুন ফাইল নামায় না, নতুন মেসেজও ডাউনলোড করতে পারে না। কারণ Whatsapp এর প্রতিটা মেসেজ, এমনকি টেক্সট মেসেজও সামান্য একটু জায়গা নেয়। যখন জায়গা নাই, তখন ওই অ্যাপ নিজের কাজ করতে পারে না।
অনেক সময় দেখা যায় — কেউ তোমারে ছবি বা ভিডিও পাঠাইছে, কিন্তু “Downloading…” দেখায়, আর থেমে থাকে। আবার গ্রুপে কেউ কিছু পাঠায়, কিন্তু তোমার ফোনে সেটা খুলে না। এইটা ৯০% ক্ষেত্রে Storage ফুল থাকার কারণেই হয়।
এইটা কেমনে বুঝবা:
- ফোনে গিয়া Settings → Storage এ যাও।
- দেখবা কতটুকু জায়গা খালি আছে। যদি ৯০% বা তার বেশি ভর্তি, বুঝবা এখানেই গলদ।
- Whatsapp এ গিয়া Settings → Storage and data → Manage storage এ দেখো কোন চ্যাট বা গ্রুপে বেশি জায়গা খাইতেছে।
সমাধান কি করবা:
- পুরান ভিডিও বা বড় সাইজের ছবি যেগুলা দরকার নাই, ডিলিট করে দাও।
- Whatsapp এর ভিতরে বড় ফাইল (যেমন Forward করা মজার ভিডিও, GIF, স্টিকার) বাদ দাও।
- Gallery থেকে পুরান মেমে, স্ক্রিনশট বা ডাউনলোড ফাইল মুছে দাও।
- Whatsapp > Settings > Storage and data > Manage storage এ গিয়া একসাথে পুরান জিনিস ডিলিট করতে পারবা।
- যদি গুরুত্বপূর্ণ ফাইল থাকে, আগে Google Drive বা Memory card এ ব্যাকআপ রাখো।
আর একটা কথা ভাই, Storage ভর্তি থাকলে শুধু Whatsapp না — পুরো ফোনই ধীর হয়ে যায়। তখন নতুন নোটিফিকেশন দেরিতে আসে, Whatsapp ওপেন হতে সময় নেয়, আবার মাঝে মাঝে “App not responding” দেখায়। তাই ফোনে একটু জায়গা খালি রাখা খুব দরকারি।
ভালো হইব যদি মাসে একবার করে Whatsapp এর “Manage storage” সেকশনে ঢুইকা পুরান ফাইল ঝাড়ো। এতে তোমার ফোন হালকা থাকব, Whatsapp চলব আগের মতো তাড়াতাড়ি, আর মেসেজও ঠিকঠাক আসব-যাব।
ছোট টিপস: অনেকে ভাবে শুধু ছবি ডিলিট করলেই জায়গা খালি হয়, কিন্তু ভিডিও আর অডিও ফাইল সবচেয়ে বেশি জায়গা খায়। তাই সেগুলা আগে দেখা দরকার।
সবশেষে মনে রাখবা, Whatsapp একটা স্মার্ট অ্যাপ, কিন্তু জায়গা না থাকলে ওর কিচ্ছু করার নাই। তাই মেসেজ না এলে নেটের পাশাপাশি ফোনের Storage-ও একবার চেক করবা — ৮০% সময়েই এখানেই সমস্যার কারণ লুকায়া থাকে।
Power Saving Mode অন থাকলে ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ থাকে
দেখো ভাই, মোবাইলের ব্যাটারি দ্রুত শেষ হইলে আমরা অনেকেই Power Saving Mode বা Battery Saver চালু করি, তাই না? কিন্তু এইটা অন করলে মোবাইল অনেক কিছু বন্ধ কইরা দেয়। যেইগুলা মধ্যে সবচেয়ে বড় জিনিস হইল — ব্যাকগ্রাউন্ড ডাটা।
মানে হইল, তুমি যদি WhatsApp অ্যাপটা বন্ধ রাখো বা ব্যাকগ্রাউন্ডে থাকুক, তখন ওই অ্যাপ ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। ফলে, তুমার বন্ধুর পাঠানো মেসেজ, ছবি, বা ভয়েস তখন তোমার ফোনে আসবে না, যতক্ষণ না তুমি নিজে WhatsApp খুলো।
উদাহরণ দিয়া বুঝাই:
ধরো, তুমি Power Saving Mode অন রাখছো আর WhatsApp বন্ধ করে রাখছো। এখন কেউ তোমারে মেসেজ পাঠাইছে — কিন্তু তুমি দেখতেছো না। কারণ WhatsApp তখন ঘুমায়ে আছে, ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট পাইতেছে না। তুমি আবার অ্যাপটা খুললেই তখনই হুট কইরা সব মেসেজ আসতে শুরু করবে।
এই অবস্থায় কী হয়:
- মেসেজ পাঠাইলে দুইটা টিক আসে না — একটাতেই থাইকা যায়।
- কেউ কল দিলেও রিং বাজে না।
- WhatsApp নোটিফিকেশন আসে না, তাই তুমি বুঝতেই পারো না কে কী পাঠাইছে।
এই সমস্যার সমাধান কীভাবে করবা:
- প্রথমে Power Saving Mode বন্ধ করে দেখো। বেশিরভাগ ফোনে Quick Settings নামাইলে উপরে “Battery Saver” আইকন দেখা যায় — ওখান থেইকা বন্ধ কইরা দাও।
- তারপর Settings → Apps → WhatsApp → Battery এই জায়গায় গিয়া দেখো “Allow background activity” লেখা আছে কি না। থাকলে অন কইরা দাও।
- যদি ফোনে “Battery Optimization” বা “App sleep” নামে অপশন থাকে, তাহলে সেখানে গিয়া WhatsApp-রে “Don’t optimize” কইরা দাও।
অতিরিক্ত টিপস:
যদি তুমি চাইও Power Saving Mode অন রাখবো, তাও WhatsApp যেন ঠিকভাবে চলে — তাহলে ওই মোডে থাকা অবস্থায় WhatsApp-কে ব্যতিক্রম হিসেবে রাখো (whitelist)।
যেমন Samsung ফোনে যাইবা → Settings → Battery and Device Care → Battery → Background usage limits → “Never sleeping apps”-এ WhatsApp যোগ কইরা দাও।
এইভাবে করলে Power Saving Mode অন থাকলেও WhatsApp ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট পাইবে, আর মেসেজ, কল — সব ঠিকঠাক চলবে।
শেষ কথা:
Power Saving Mode ভালো — ব্যাটারি বাঁচায় ঠিকই, কিন্তু Whatsapp-এর মতো অ্যাপ চালাইতে একটু ছাড় দিতে হয়। না হইলে ভাববা নেট নাই, কিন্তু আসলে WhatsApp-ই ঘুমায়া আছে!
whatsapp সার্ভার ডাউন হতে পারে
কখনো কখনো Whatsapp এর সার্ভারেই সমস্যা হয়। ওই সময় কারো কারো ফোনে মেসেজ কাজ করে না, অডিও-ভিডিও কলও হয় না।
কি করবা?
তোরা একটু অপেক্ষা করবা। যখন সার্ভার ঠিক হবে, নিজে নিজেই কাজ শুরু করে দিবে।
App পুরানো ভার্সন হলে ঝামেলা করে
ভাই, এই কথাটা একদম সত্যি — পুরানো WhatsApp ভার্সন ব্যবহার করলে মেসেজ যাওয়া-আসায় নানান গন্ডগোল লাগে। এখনকার WhatsApp তো আর আগের মতো না, প্রতিনিয়ত নতুন ফিচার আর সিকিউরিটি আপডেট দিতেছে। তাই পুরানো ভার্সন হইলে অনেক সময় সার্ভার ঠিকভাবে সাড়া দেয় না, আবার কিছু ফিচার একদমই কাজ করে না।
ধরো, তুমার ফোনে WhatsApp আপডেট করো নাই বহুদিন। এখন তুমার বন্ধুর ফোনে হইত নতুন ভার্সন চলছে, কিন্তু তোমারটায় পুরানো। এই সময় যদি ও তোমারে মেসেজ পাঠায়, মাঝে মাঝে তোমার ফোনে দেরি কইরা আসে, বা একদমই আসে না। আবার তুমি পাঠাইলেও ওর কাছে দেরি কইরা যায়। এই রকম হইলেই বোঝবা — পুরানো ভার্সনের গণ্ডগোল।
আরেকটা বড় সমস্যা হইল, পুরানো অ্যাপে কিছু বাগ (bug) থেকে যায়, যেইগুলা ডেভেলপাররা পরের আপডেটে ঠিক করে। তাই যদি তুমি আপডেট না দাও, ওই বাগগুলো থেকেই যায় — মেসেজ সেন্ড না হওয়া, কল না আসা, বা মিডিয়া ফাইল ডাউনলোড না হওয়া — এইসবই তখন শুরু হয়।
কেন আপডেট দরকার:
- নতুন ভার্সনে WhatsApp সার্ভারের সাথে সংযোগ (connection) আরও ভালোভাবে কাজ করে।
- পুরানো ভার্সন অনেক সময় সার্ভার-সাইড আপডেটের সাথে মিল পায় না, ফলে মেসেজ আটকে যায়।
- নিরাপত্তা (security) ফিচার উন্নত হয়, হ্যাক বা ডাটা লিক হওয়ার সম্ভাবনা কমে।
- বাগ ফিক্স (bug fix) ও পারফরম্যান্স উন্নতি হয়, ফলে অ্যাপ আগের চেয়ে দ্রুত চলে।
কীভাবে বুঝবা তুমার WhatsApp পুরানো কিনা:
- Play Store খুলো।
- উপরে সার্চ বারে “WhatsApp” লিখে সার্চ দাও।
- যদি “Update” লেখা আসে — বুঝবা তোমার ভার্সন পুরানো।
- “Open” লেখা থাকলে বুঝবা সব ঠিক আছে, তুমি নতুন ভার্সনেই আছো।
আপডেট করার উপায়:
Play Store → WhatsApp → Update বাটনে চাপ দাও। ডাউনলোড শেষ হইলে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যাবে। তারপর ফোন রিস্টার্ট দিলে আরও ভালো।
অতিরিক্ত টিপস:
- তুমি চাইলে ফোনে Auto Update চালু রাখো — তাইলে অ্যাপ নিজে নিজেই আপডেট হইয়া যাবে, তোমারে চিন্তা করতে হবে না।
- যদি ফোনে জায়গা কম থাকে, আগে কিছু অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও ডিলিট কইরা দাও — যাতে নতুন আপডেট ইনস্টল হতে পারে।
- যদি তুমার ফোন অনেক পুরানো হয় আর নতুন ভার্সন সাপোর্ট না করে, তাইলে WhatsApp Web বা Lite ভার্সন ব্যবহার করতে পারো।
শেষ কথা:
পুরানো ভার্সনে WhatsApp চালাইলে ঠিক যেন পুরান বাইক দিয়া নতুন রাস্তায় চলা — যাবে ঠিকই, কিন্তু বারবার হোঁচট খাবা! তাই সময়মতো অ্যাপ আপডেট দাও, তাহলেই সব মেসেজ ঝটপট চলবে।
Background Data বন্ধ থাকলে মেসেজ আসে না
মোবাইল ডাটায় সীমাবদ্ধতা দিলে Whatsapp ব্যাকগ্রাউন্ডে নেট পাইতেছে না। তাই মেসেজ আসে নাই।
সমাধান:
- Settings → Apps → Whatsapp → Data Usage → Background data ON
Notification বন্ধ থাকলে শব্দ বাজে না
ভাই, অনেক সময় আমরা নিজেরাই বুঝি না, WhatsApp-এর Notification বন্ধ কইরা রাখি — তারপর ভাবি, “এই যে মেসেজ আসলে শব্দ বাজে না কেন?” আসলে দোষ WhatsApp-এর না, Notification সেটিংসই তখন বন্ধ থাকে।
ধরো, তুমি রাতে ঘুমানোর সময় “Do Not Disturb” বা “Silent Mode” অন রাখছিলা। সকালে আবার সেটা বন্ধ করতে ভুলে গেছো। এখন যদি কেউ তোমারে মেসেজ দেয়, তখন WhatsApp নোটিফিকেশন তো দেবে, কিন্তু শব্দ বাজবে না। মানে, মেসেজ আসছে ঠিকই, কিন্তু তুমি টেরই পাইতেছো না।
আবার অনেক সময় WhatsApp-এর নিজস্ব Notification-ও অফ থাকে। তখন কোনো শব্দ, ভাইব্রেশন, এমনকি স্ক্রিনেও বার্তা দেখায় না। তাই মেসেজ আসলেও তুমি বুঝতে পারো না।
এই রকম হলে কীভাবে বুঝবা:
- মেসেজ আসছে, কিন্তু ফোন চুপচাপ — কোনো শব্দ বা ভাইব্রেশন নাই।
- স্ক্রিনে WhatsApp নোটিফিকেশন দেখা যায় না।
- অ্যাপ খুললে তখন একসাথে অনেক মেসেজ জমা হইয়া আসে।
এখন দেখি কেমনে ঠিক করবা:
- প্রথমে মোবাইলের Settings → Notifications বা Apps → WhatsApp → Notifications গিয়ে দেখো, “Allow Notifications” অন আছে কি না। না থাকলে অন কইরা দাও।
- তারপর WhatsApp অ্যাপ খুলে → উপরের ডান পাশে তিন ডট চাপো → Settings → Notifications এ যাও।
- এখানে “Message Notifications”, “Group Notifications” আর “Call Notifications” — এই তিনটা অপশন অন কইরা দিও।
- “Notification tone” বা “Sound” অপশনে একটা বাজে এমন টোন বেছে নাও — যাতে সহজে চিনতে পারো।
অতিরিক্ত কারণ যেইগুলা দেখা যায়:
- যদি ফোনে “Do Not Disturb (DND)” অন থাকে, তাহলে WhatsApp সহ সব অ্যাপের শব্দ বন্ধ থাকে।
- কিছু ফোনে ব্যাটারি সেভ করার জন্য Notification ডিলে আসে — ওইটা বন্ধ কইরা দিও।
- কখনো App Permissions থেকেও সমস্যা হয় — যদি WhatsApp-এর Notification পারমিশন বন্ধ থাকে, শব্দও বাজবে না।
সমাধান টিপস:
- Settings → Sound & vibration → Do Not Disturb বন্ধ করে দাও।
- WhatsApp অ্যাপের ভিতরে Notification Sound চেক করে রাখো।
- যদি তুমি হেডফোন বা ব্লুটুথ স্পিকার লাগানো রাখো, কখনো শব্দ ওখান দিয়া বাজে — ফোনে না। তাই সেটাও খেয়াল রাখো।
আরেকটা কথা:
অনেক সময় ফোনের “Silent Mode” ভুলে অন রাখা থাকে। তাই যদি মেসেজ আসলেও ফোনে শব্দ না হয়, আগে চেক কইরা দেখো — সাইলেন্টে আছে কিনা।
শেষ কথা:
Notification বন্ধ থাকলে WhatsApp কিচ্ছু কইতে পারে না, ভাই! তাই একটু খেয়াল রাখো — Notification, Sound, আর DND যেন ঠিকঠাক থাকে। তাহলেই মেসেজ আসলে ফোন চিৎকার কইরা বলবে — “টিং! কেউ তোমারে মেসেজ দিছে!”
Blocked করলে মেসেজ যাইব না
কেউ যদি তোমারে ব্লক করে রাখে, তোমার মেসেজ আর যাবে না তার কাছে।
চেনার উপায়:
- ডাবল টিক দেখাবে না
- Profile picture দেখা যাবে না
- Last seen লুকাইয়া যাবে
SD Card সমস্যা হলেও মেসেজ আটকে যায়
ফোনে যদি Whatsapp ডেটা SD কার্ডে থাকে আর ওই কার্ডে সমস্যা হয়, তাহলে মেসেজ আসা-যাওয়া ঠিকমতো হবে না।
সমাধান: SD Card খুলে আবার লাগাও, দরকার হলে বদলাইও।
Firewall / VPN / Proxy ব্যবহার করলে মাঝে মাঝে কানেকশন কেটে যায়
অনেকে VPN ইউজ করে, আবার সিকিউরিটি অ্যাপ দেয়। এগুলা নেট ব্লক করে দেয় কখনো কখনো। তাই মেসেজ যায় না।
সমাধান:
- VPN OFF কর
- Firewall অ্যাপ থাকলে Disable কর
Permissions ঠিক না থাকলে মেসেজ আসবে না
Whatsapp যেসব পারমিশন লাগে, ওইগুলা বন্ধ থাকলে মাইক, নোটিফিকেশন, স্টোরেজ কিছুই কাজে লাগাতে পারবে না।
সমাধান:
- Settings → Apps → Whatsapp → Permissions গিয়া সব Allow করে দাও
Dual WhatsApp থাকলে একটায় সমস্যা হয়েই
অনেক মোবাইলে Clone App বা Dual Messenger থাকে। এতে দুইটা হোয়াটসঅ্যাপ চলে। দুইটায় একসাথে নোটিফিকেশন ঠিক আসে না।
সমাধান:
- একটা ব্যবহার কর, আরেকটা Disable রাখ
ফোন খুব Slow হলে Whatsapp ঝুলে থাকে
পুরানো কিংবা কম RAM-এর ফোনে অ্যাপ ফ্রিজ খায়। তখন মেসেজ যাইতে সময় লাগে।
সমাধান:
- অনেক অ্যাপ বন্ধ কর
- ফোন রিস্টার্ট দে
- Lite অ্যাপ ব্যবহার কর
whatsapp এ কল গেলে শব্দ আসেনা কেন?
whatsapp কল এ শব্দ না আসলে মাইক বা স্পিকারের অনুমতি দিতে হবে। আবার রিসিভার/ইয়ারপিস নষ্ট হইলেও শব্দ আসে না।
সমাধান:
- Permissions → Microphone Allow কর
- স্পিকার ঠিক আছে কিনা দেখ
- হেডফোন লাগাইয়া ট্রাই করো
whatsapp এ ভিডিও/অডিও ডাউনলোড না হলে
নেট স্লো, Storage ফুল, অথবা Media auto download OFF থাকলে ভিডিও নামবে না।
সমাধান:
- Settings → Storage → Cache Clear
- Auto Download ON কর
সবকিছু ঠিক রেখে শেষে করো একটাই কাজ
দেখো ভাই, অনেক সময় আমরা সব ঠিক কইরা ফেলি — ইন্টারনেট দেখি, টাইম দেখি, স্টোরেজ খালি করি, Notification চালু করি, কিন্তু তারপরও মেসেজ যায় না। তখন মাথা গরম করার দরকার নাই।
এই সময় তুমারে একটা ছোট কাজ করলেই সব ঠিক হয়ে যায় — সেটা হইল ফোনটা একবার রিস্টার্ট (Restart) করা।
শুনতে মজা লাগলেও, ফোন রিস্টার্ট করলে অনেক লুকানো সমস্যা নিজেরাই ঠিক হইয়া যায়। ফোনে যত অ্যাপ খোলা থাকে, ব্যাকগ্রাউন্ডে যত কাজ চলতেছে — সব বন্ধ হয়, RAM ফ্রি হয়, নেটওয়ার্ক নতুন করে কানেক্ট নেয়, আর WhatsApp আবার নতুন করে কানেক্ট করে সার্ভারে।
কেমনে করবা:
- প্রথমে ফোনের পাওয়ার বাটন চেপে ধরো।
- তারপর Restart বা Reboot লেখা আসলে সেটাতে চাপ দাও।
- ফোন বন্ধ হয়ে আবার চালু হলে WhatsApp খুলে দেখো — এখন মেসেজ ঠিকঠাক যায় কিনা।
এইটা ক্যান দরকার?
কারণ, ফোন অনেকক্ষণ চালু থাকলে নেটওয়ার্ক সিগন্যাল বা অ্যাপ ব্যাকগ্রাউন্ড প্রসেস আটকে যায়। তখন WhatsApp সার্ভারের সাথে যোগাযোগ করতে পারে না। Restart করলে সব সিস্টেম আবার নতুন করে ফ্রেশ হয়ে যায়, ঠিক যেমন খেতের মাটি চাষ করার পর আবার নরম হয়।
আরেকটা কাজ করতে পারো:
যদি তবুও ঠিক না হয়, একবার WhatsApp খুলে “Settings → Chats → Chat backup” গিয়ে ব্যাকআপ নিও, তারপর অ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল দাও। এতে পুরান ফাইল, বাগ, বা কনফিগারেশন ঠিক হয়ে যায়।
মনে রাখো: এই ধাপটাই অনেক সময় শেষ সমাধান হয়। ৯০% কেসে শুধু রিস্টার্ট করলেই মেসেজ যাওয়ার বা আসার সমস্যা ঠিক হয়ে যায়।
শেষ কথা:
সবকিছু করে যদি মন খারাপ হয়, ভয় কইরো না ভাই — একটু ধৈর্য ধরো, ফোন রিস্টার্ট দাও, আবার WhatsApp খোলো। বিশ্বাস করো, এই একটাই কাজেই অর্ধেক ঝামেলা মাটি হইয়া যাবে।
সার সংক্ষেপ – Whatsapp মেসেজ সমস্যা ঠিক করণের তালিকা
- নেট চেক কর
- এয়ারপ্লেন মোড OFF
- টাইম-ডেট ঠিক
- Storage খালি কর
- Battery Saver OFF
- App Update কর
- Permissions Allow
- VPN OFF
- Background Data ON
- ফোন Restart
শেষ কথা: নিজের ফোন ঠিক রাখলে Whatsapp সমস্যা খুব কম হয়। তবু যদি সমাধান না পাও, তাহলে অ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করবা। লগইন করার আগে অবশ্যই Backup নিতে ভুইলা যাইও না।
তো ভাই, এইটাই ছিলো আজকের সমস্যা আর সমাধান। এখন আর দুশ্চিন্তা নাই, Whatsapp আর আটকে থাকব না।
