UncategorizedYT Tutorial

YouTube ভিডিওর জন্য ডিসক্রিপশন আর হ্যাশট্যাগ কেমনে ঠিকমতো দিমু?

YouTube ভিডিওর জন্য ডিসক্রিপশন আর হ্যাশট্যাগ কেমনে ঠিকমতো দিমু?

যারা ইউটিউব চ্যানেল খুলছেন, বিশেষ কইরা গ্রামের ভাই-বোনেরা, তাদের একটা জিনিস ঠিকমতো বুঝা লাগে — ভিডিও বানাইলেই ইউটিউব ভাইয়া রাগে নাই, সেটা লোকে খুঁজে পাইতেও হইবো। আর লোকে কেমনে খুঁজে পায়? ডিসক্রিপশন আর হ্যাশট্যাগ দিয়া!

অনেকের চ্যানেল আছে, দিন-রাত ভিডিও দেতাছে, কিন্তু ভিউ আসে না। রাগ লাগে, মন ভাঙে! তাইলে সমস্যা কোথায়? সমস্যা হইতাছে SEO। ইউটিউবের চোখে চোখে থাকন লাগে, তা না হইলে ভিডিও উধাও!

ডিসক্রিপশন কয়ডা কাহিনী?

ডিসক্রিপশন হইলো ঠিক সেই ধানক্ষেতে লেখা সাইনবোর্ডের মতো — “এইখানে ভালো ভিডিও আছে ভাইয়া! একবার দেখেন!”

এইখানে কয়েকটা নিয়ম মেনে চললে আপনাদের ভিডিওর ভাগ্য বদলায়া যাবে।

নিয়ম নম্বর ১: প্রথম ২৫-৩০ শব্দ – সোনার খনি!

এই প্রথম লাইনেই আপনার ভিডিওর মূল কিওয়ার্ডটা দিমুন। যেমন:

উদাহরণ: 
"কিভাবে টাকা আয় করমু? – মোবাইল দিয়া ঘরে বসে টাকা ইনকামের সহজ উপায়"

এতে ইউটিউব বুঝবে – এই ভিডিওটা কোন বিষয়ে।

নিয়ম নম্বর ২: লম্বা ডিসক্রিপশন লিখেন

১০-২০ শব্দ না! কমপক্ষে ২০০-৩০০ শব্দ লেখা লাগব।

লোকজন পড়ে না ঠিক, কিন্তু ইউটিউব পড়ে!

নিয়ম নম্বর ৩: টপিক ভাঙা ভাঙা করে লিখেন

হেডিং, লিস্ট, পয়েন্ট – এইসব ব্যবহার করলে ইউটিউব আর মানুষ দুজনই খুশি!

  • ভিডিওতে কি আছে?
  • দর্শক কি শিখতেছে?
  • আপনার চ্যানেলের লিংক
  • সোশ্যাল মিডিয়া লিংক
  • টাইম স্ট্যাম্প (যদি বড় ভিডিও)

নিয়ম নম্বর ৪: কিওয়ার্ড গুঁজপাট্টি না!

কিওয়ার্ড ঠাসাঠাসি করলে ইউটিউব খুশি না — সাসপেক্ট বানায় 💀

ভালো রাইটিং = স্বাভাবিক ভাবে কিওয়ার্ড আসা

Example ডিসক্রিপশন

এই ভিডিওতে আমি দেখাইতাছি কেমনে মোবাইল দিয়া ইউটিউব ভিডিও বানামু আর কেমনে ভিউ আনমু। 
জনাব/জনাবা, ইউটিউব চ্যানেল শুরু করলেন ঠিকই, কিন্তু 
SEO ঠিক না করলে ভিডিও খুইজা পায় না কেউই। 
তাই আজকের ভিডিওতে শিখমু– 

কিওয়ার্ড রিসার্চ
টাইটেল লিখার কৌশল
ডিসক্রিপশনে কি কি দিমু
হ্যাশট্যাগ কেমনে দিমু
ভাইরাল হইতে টিপস

দেখেন আর শিখেন ভাইয়া/আপা, লাইগা লাগলে হইবো! 🙌

ডিসক্রিপশনে লিংক দিবেন – কিন্তু সোজা পথে

নিজের ওয়েবসাইট, অন্য ভিডিও, প্লেলিস্ট – এগুলার লিংক দিবেন। কিন্তু এমন লিংক না দেন যেগুলা স্প্যাম মনে হয়।

যেমন:

আর্টিকেলের লিংক: https://yt-seo.top/
প্লেলিস্ট লিংক: https://youtube.com/playlist?list=abc
সাবস্ক্রাইব: youtube.com/yourchannel

ডিসক্রিপশনে কি কি বসামু – ছোট্ট তালিকা

  • মূল কীওয়ার্ড
  • ২-৩টা সম্পর্কিত কিওয়ার্ড
  • ভিডিও সম্পর্কে বিস্তারিত
  • সোশ্যাল লিংক
  • টাইম স্ট্যাম্প
  • ডিসক্লেইমার (প্রয়োজনে)

ডিসক্রিপশন মানে শুধু কথা না — এটা আপনার ভিডিওর পরিচয়পত্র!

Yt

আমি দীর্ঘদিন থেকে YouTube SEO নিয়ে কাজ করছি। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে SEO সম্পর্কে যা শিখতে পেরেছি তা আপনাদের শেখানোর চেষ্টা করছি। আপনারা যাতে সহজ ভাবে আপনাদের কনটেন্টের SEO করতে পারেন সেই জন্য yt-seo.top ওয়েবসাইটের মাধ্যমে নিত্য নতুন Tool তৈরি করে আপনাদের সাথে শিয়ার করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *