BlogYT Tutorial

ইউটিউবে কি আসছে অটো ডাবিং সঙ্গে লিপ সিঙ্ক?

ইউটিউবে কি আসছে অটো ডাবিং সঙ্গে লিপ সিঙ্ক?

ইউটিউব অটো ডাবিং ফিউচারের সাথে ঠোঁট মিলিয়ে রাখার জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। সাম্প্রতিক ইউটিউবের মধ্যে অটো ডাবিং নামের একটি ফিউচার এসেছিল কিন্তু এই ফিউচারের একটি সমস্যা ছিল এআই এর মাধ্যমে ভিডিও অটো ডাবিং করা হতো কিন্তু সেই ভিডিওর অডিওর সাথে ক্যারেক্টারের ঠোঁট মিলতো না। এআই এর মাধ্যমে ভিডিওটি অটো ডাবিং করে দেওয়া হতো কিন্তু ক্যারেক্টারের অঙ্গি বঙ্গির সাথে এআই দ্বারা ডাবিং করা অডিওটি মিলতো না। ইউটিউবে এই সমস্যার সমাধান করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে অর্থাৎ এখন থেকে এআই দিয়ে ডাবিং করা ভিডিওর সাথে ক্যারেক্টারে লিপ সিঙ্ক বজায় থাকবে।

ইউটিউবের অটো ডাবিং ফিউচার কি

ইউটিউবের অটো ডাবিং ফিউচার মানে হল আপনি বাংলা ভাষার সাধারণ যে ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করেন সেই ভিডিওটি এআই এর মাধ্যমে অনুবাদ করে ইংলিশ অথবা অন্যান্য যেকোনো ভাষায় পরিবর্তন করে দেওয়া হয়। মূলত এই ফিউচারটি হল ইউটিউবের ইউটিউবের অটো ডাবিং ফিউচার। এই ফিউচারের মাধ্যমে আপনার বাংলাভাষী কনটেন্ট গুলোকে গ্লোবাল অডিয়েন্স এর কাছে পৌঁছে দেওয়া হয়। আসলে এই ফিউচারের মাধ্যমে শুধুমাত্র বাংলা ভাষার ভিডিওর অডিওকে ইংরেজি অথবা যে কোন ভাষায় রূপান্তরিত করে দেওয়া হতো যার ফলে ভিডিওটির সাথে অডিও সঠিক ভাবে মিলতো না। মূলত এই কারণে ইউটিউব lip sing নিয়ে কাজ শুরু করেছে।

ইউটিউবের অটো ডাবিং ফিউচারের সাথে লিপ সিঙ্ক কি

আপনি ইউটিউবের মধ্যে যে কন্টেন্ট তৈরি করেন সেগুলি মূলত আপনার মাতৃভাষার কন্টেন হয়ে থাকে এবং সেই কন্টেন্টের মধ্যে থাকা মোশন অঙ্গিবঙ্গী কিন্তু আপনার মাতৃভাষা অনুযায়ী থাকে। ইউটিউবের নতুন ফিউচার আটো ডাবিং দিয়ে আপনার সেই ভিডিওর ভাষা অন্য যেকোনো ভাষায় অনুবাদ করা হয়। কিন্তু সমস্যা হয় যখন আপনার সেই ভিডিওটি অন্য কোন ভাষায় এআই এর মাধ্যমে রূপান্তরিত বা অনুবাদ করা হয় তখন সেই ভিডিওর মধ্যে থাকা দৃষ্টিভঙ্গি এআই দিয়ে ডাবিং করা অডিও সাথে মিলে না। মূলত এই সমস্যার সমাধান করার জন্য আগামীতে অটো ডাবিং ফিউচারের সাথে লিপ সিঙ্ক যুক্ত হচ্ছে অর্থাৎ আপনার ভিডিও যে ভাষাসিক থাকুক না কেন যখন এই দুইটি ফিউচার একসাথে কাজ করবে তখন আপনার ভিডিওটি অনুবাদ হওয়ার পরেও বুঝা যাবে যে আপনার ভিডিওটি আসলে অরিজিনাল একটি কনটেন্ট।

কিভাবে ইউটিউবে অটো ডাবিং এর সাথে লিপ সিঙ্ক যুক্ত করবেন?

ইউটিউব ইতিমধ্যে অটো ডাবিং ফিউচার এর সাথে লিপ সিঙ্ক যুক্ত করার জন্য কাজ শুরু করে দিয়েছে। যখন এই নতুন ফিউচারটি সফলভাবে সম্পন্ন হয়ে যাবে তখন সকল চ্যানেলের জন্য আস্তে আস্তে এই ফিচারটি উন্মুক্ত করে দেওয়া হবে। নতুন অবস্থায় এই ফিউচারটি হয়তো বা নির্দিষ্ট কোন দেশের জন্য উন্মুক্ত হতে পারে তবে সময়ের সাথে সাথেই ফিউচারটি সকল ইউটিউব চ্যানেলের জন্য প্রযোজ্য হয়ে যাবে। এই ফিউচারটি আপনার চ্যানেলের মধ্যে চালু করার জন্য অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে অটো ডাবিং ফিউচারটি চালু রাখতে হবে।

Yt

আমি দীর্ঘদিন থেকে YouTube SEO নিয়ে কাজ করছি। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে SEO সম্পর্কে যা শিখতে পেরেছি তা আপনাদের শেখানোর চেষ্টা করছি। আপনারা যাতে সহজ ভাবে আপনাদের কনটেন্টের SEO করতে পারেন সেই জন্য yt-seo.top ওয়েবসাইটের মাধ্যমে নিত্য নতুন Tool তৈরি করে আপনাদের সাথে শিয়ার করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *