BlogUncategorizedYT Tutorial

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম

ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন মানে হলো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করেন তাহলে ইউটিউব বুঝতে পারে আপনার চ্যানেলটি একজন মালিকের অধীনে আছে এবং এটি সত্যিকার অর্থেই একটি ব্র্যান্ড প্রতিষ্ঠান অথবা চ্যানেলটি আসল এবং বিশ্বাসযোগ্য। দুই ধরনের ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন হয়। যেমন: ফোন নম্বর ভেরিফিকেশন (Basic Verification), অফিশিয়াল চ্যানেল ভেরিফিকেশন (Gray Tick Badge)।

ফোন নম্বর ভেরিফিকেশন (Basic Verification) Basic Verification এটি মূলত একটি ইউটিউব চ্যানেলের প্রাথমিক সুরক্ষা এবং এই ভেরিফিকেশন করার পর ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু সুবিধা চালু করা হয় যেমন: লাইভ স্ট্রিম করা যায়, ১৫ মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যায়, কাস্টম থাম্বনেইল ব্যবহার করা যায়।

অফিশিয়াল চ্যানেল ভেরিফিকেশন (Gray Tick Badge) অফিশিয়াল চ্যানেল ভেরিফিকেশন (Gray Tick Badge) মানে হলো আপনার ইউটিউব চ্যানেলের নামের পাশে একটি গ্রে রঙের টিক চিহ্ন দেখায়। এই ভেরিফিকেশন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করলে ভিউয়ার্সদের কাছে আপনার চ্যানেলটি অফিসিয়াল চ্যানেল হিসেবে স্বীকৃতি পায়। এই ভেরিফিকেশনের মাধ্যমে প্রমাণিত হয় আপনার চ্যানেলটি অরিজিনাল ব্যাক্তির বা ব্র্যান্ডের। এই ভেরিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে ১ লক্ষ্য সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে। যদি আপনার চ্যানেলের মধ্যে ১ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাহলে আপনি ইউটিউবের কাছে আবেদন করে এই ভেরিফিকেশন চালু করতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম

ইউটিউব চ্যানেল দুই ধরনের ভেরিফাই করা হয় প্রথম হলো ফোন নম্বর ভেরিফিকেশন (Basic verification), এবং দ্বিতীয়টি হল Official Channel Verification (Gray Tick)। কিভাবে আপনার চ্যানেলে এই দুটি ভেরিফাই করবেন তা বিস্তারিত বলা হয়েছে।

ফোন নম্বর ভেরিফিকেশন (Basic verification)

একটি নতুন ইউটিউব চ্যানেল ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য কোন সাবস্ক্রাইবার বা কোন ভিউজ এর প্রয়োজন হয় না। ইউটিউব চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার জন্য প্রথমে আপনি আপনার ডিভাইসের মধ্যে থাকা Chrome ব্রাউজার ওপেন করবেন।

  1. Chrome ব্রাউজার ওপেন করার পর সার্চ বাড়ে গিয়ে লিখবেন studio.youtube.com এবং ব্রাউজারের Decktop site ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলের studio ব্রাউজারের মধ্যে Decktop site খুলেছে।
  2. তারপর নিচে বাম পাশে কর্নারে একটি সেটিংস আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন।
  3. সেটিং আইকনে ক্লিক করার পর এখানে কিছু অপশন আসবে যেমন: General, Channel, Upload defaults, Permissions, Community moderation, Agreements. আপনি সেখান থেকে Channel লেখার উপর ক্লিক করবেন।
  4. Channel লেখার উপর ক্লিক করার পর আবার আপনার সামনে তিনটি লেখা আসবে যেমন: Basic info, Advanced settings, Feature ebligibility এই তিনটি লেখার মধ্য থেকে আপনি Feature ebligibility লেখার উপর ক্লিক করবেন।৫.Feature ebligibility লেখার উপর ক্লিক করার পর আপনার সামনে আবার তিনটি লেখা আসবে যেমন: Standard features,Intermediate features, Advanced features. আপনি দেখতে পারবেন Standard features এটি Enabled করা আছে কারণ এটি ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে Enabled হয়ে যায়।

দ্বিতীয় অপশন অর্থাৎ Intermediate features এর উপর ক্লিক করবেন। তারপর লেখা আসবে verify phone number এই লেখার উপর ক্লিক করবেন। verify phone number লেখার উপর ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনাকে অন্য আরেকটি পেইজের মধ্যে নিয়ে গেছে। সেই পেইজের মধ্যে select your country-র জায়গায় আপনি আপনার দেশের নাম দিবেন, what is your phone number? লেখার নিচে আপনি আপনার ফোন নম্বার দিবেন। আপনি যে ফোন নাম্বার দিবেন সে ফোন নাম্বার অবশ্যই আপনার কাছে থাকতে হবে। ফোন নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে “Next” বাটনের উপর ক্লিক করবেন।

আপনার দেওয়া সেই ফোন নাম্বারের মধ্যে একটি অটিপি আসবে সেই অটিপি enter your 6-igit verification code লেখার নিচে সেই অটিপি বসিয়ে “SUBMIT” লেখার উপর ক্লিক করবেন। SUBMIT করার পর আপনার ইউটিউব চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই হয়ে যাবে।

ফোন নাম্বর দিয়ে ইউটিউব চ্যানেল ভেরিফাই করার সুবিধা:

ফোন নাম্বার দিয়ে একটি নতুন ইউটিউব চ্যানেল ভেরিফাই করার পর অনেকগুলি সুবিধা চালু করা হয়।

ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর আপনি আপনার চ্যানেলের মধ্যে ১ মিনিটের বেশি লং ভিডিও আপলোড করতে পারবেন।

ভেরিফাই করার পর আপনি আপনার লং ভিডিওর মধ্যে নিজের কাস্টমাইজ করা থাম্বনেল ব্যবহার করতে পারবেন। কাস্টম থাম্বনেল ব্যবহার করলে ভিডিওর ক্লিক রেট (CTR) বাড়াতে সাহায্য করে।

যদি আপনার চ্যানেলটি ভেরিফাই হয়ে যায় তাহলে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ ভিডিও করে প্রচার করতে পারবেন।

ভিডিও আপলোড করার সীমাবদ্ধতা উঠে যায়। অর্থাৎ ভেরিফিকেশন ছাড়া স্প্যাম বা সন্দেহজনক ভিডিওগুলির কিছু ফিউচার অনেক সময় ইউটিউব বন্ধ রাখে চ্যানেলের ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলে সেই সীমাবদ্ধতা আর থাকে না।

আপনার চ্যানেলটি ভেরিফাই হয়ে গেলে ইউটিউব অ্যালগরিদমের কাছে আপনার চ্যানেলটি একটি বিশ্বাসযোগ্য চ্যানেল হয়ে উঠে।

অফিসিয়াল ভেরিফিকেশন (Gray Tick) করার নিয়ম

 

অফিসিয়াল ভেরিফিকেশন (Gray Tick) করার অবশ্যই আপনার চ্যানেলটি youtube-এর প্রাথমিক শর্তগুলি পূরণ করতে হবে অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইবার থাকতে হবে। আপনার চ্যানেলের নাম স্পষ্ট হতে হবে এবং আপনার চ্যানেলটি হতে হবে প্রফেশনাল। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে About সেকশন যুক্ত করতে হবে এবং চ্যানেলের মধ্যে প্রোফাইল পিকচার ও কভার ফটো থাকতে হবে। আপনার চ্যানেলের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে।

যদি আপনার ইউটিউব চ্যানেল এই শর্তগুলি পূরণ করে থাকে তাহলে আপনি YouTube Studio থেকে “Apply for channel verification” ফর্ম পূরণ করে YouTube-এর কাছে রিভিউ করার জন্য আপনার চ্যানেলটি পাঠাবেন। তবে এই অপশনটি সকল চ্যানেলের জন্য হয় না যার চ্যানেলগুলি ভেরিফাই ব্যাজ পাওয়ার যোগ্য তাদের চ্যানেলের YouTube Studio-তে এই অপশন করা চালু হয়। 

ভেরিফিকেশন পাওয়ার জন্য কী কী বিষয় নিশ্চিত করতে হবে

একটি নতুন ইউটিউব চ্যানেলের ফোন নম্বর ভেরিফিকেশন করার জন্য সাধারণত কোন শর্ত পূরণ করতে হয় না। Official Channel Verification (Gray Tick) পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন:

  • ইউনিক প্রোফাইল এবং কভার ফটো
  • চ্যানেলের নাম/ব্র্যান্ড নতুন এবং সম্পূর্ণ ইউনিক হতে হবে
  • নিয়মিত ইউনিক ভিডিও আপলোড করতে হবে 
  • ইউটিউবের নীতিমালা বা ইউটিউব কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে
ভেরিফাইড চ্যানেলের সুবিধা:

যদি আপনার চ্যানেলটি Official Channel Verification (Gray Tick) করেন তাহলে আপনি কয়েকটি সুবিধা পাবেন যেমন :

যদি কেউ আপনার চ্যানেলের নামে নকল আরেকটি চ্যানেল খুলে তাহলে আপনার অফিসয়াল চ্যানেলটি খুব সহজেই চেনা যাবে। 

আপনার চ্যানেলটি ভেরিফাই থাকার কারণে খুব সহজেই ভিউয়ার্সরা আপনার চ্যানেলকে বিশ্বাস করবে। 

যদি আপনার চ্যানেলের মতো নকল আরেকটি চ্যানেল তৈরি করা হয় তাহলে search result-এর মধ্যে আপনার অফিসিয়াল চ্যানেলটিকে প্রথম স্থানে দেখাবেন। 

 

আপনার চ্যানেলটি ভেরিফাই হওয়ার কারণে ব্র্যান্ড সহযোগিতা ও স্পনসরশিপ পাওয়া সহজ হয়।

উপসংহার:

ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন কেবল টিক চিহ্ন নয়, একটি হলো ভিউয়ার্সদের বিশ্বাস ও ভালোবাসা অর্জনের অন্যতম প্রতীক। Official Channel Verification (Gray Tick) করলে এটি আপনার চ্যানেলের বিশ্বাসযোগ্যতা, পেশাদারিত্ব এবং গ্রহণযোগ্যতা বাড়ায়।

Yt

আমি দীর্ঘদিন থেকে YouTube SEO নিয়ে কাজ করছি। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে SEO সম্পর্কে যা শিখতে পেরেছি তা আপনাদের শেখানোর চেষ্টা করছি। আপনারা যাতে সহজ ভাবে আপনাদের কনটেন্টের SEO করতে পারেন সেই জন্য yt-seo.top ওয়েবসাইটের মাধ্যমে নিত্য নতুন Tool তৈরি করে আপনাদের সাথে শিয়ার করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *