বর্তমানে ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনার ইউটিউব চ্যানেলটি অবশ্যই মনিটাইজেশন করতে হবে। একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য বাধ্যতামূলক অবশ্যই ১হাজার সাবস্ক্রাইবার এবং ৪হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা ১০মিলিয়ন শর্টস ভিউস পূর্ণ করতে হয়। অনেক ইউটিউবার আছে যারা ১হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারেন না এই কারণে তাদের চ্যানেলটির মধ্যে মনিটাইজেশন করাতে পারেন না। আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে আপনার চ্যানেলটি মনিটাইজেশন ছাড়াই কিভাবে আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন।
How to monetize on YouTube in 2025
কিছু ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন ছাড়াই অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা AdSense approval ছাড়া ইনকাম করা যায়। ইউটিউব মনিটাইজেশন ছাড়াই আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট কিছু চ্যানেল তৈরি করতে হবে যেমন:
- Service Promotion চ্যানেল
- Affiliate Marketing চ্যানেল
- Online Course / Training চ্যানেল
- Sponsor / Brand Promotion চ্যানেল
- Digital Product চ্যানেল
- Freelancing / Skill-based চ্যানেল
আপনি যদি এই ধরনের কোন চ্যানেল তৈরি করেন তাহলে আপনি ইউটিউবের মনিটাইজেশন ছাড়া সহজে ইনকাম করতে পারবেন। এই ধরনের চ্যানেল গুলিতে youtube এর মনিটাইজেশন ছাড়া ইনকাম করা যায় পাশাপাশি আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে আপনি দ্বিগুণ ইনকাম করতে পারবেন।
সার্ভিস প্রমোশন চ্যানেল থেকে ইনকাম কীভাবে হয়?
মনে করেন আপনি কোন সার্ভিস দিয়ে থাকেন ফ্রিল্যান্সিং কোন প্লাটফর্মে যেমন Fiverr বা অন্যান্য কোন প্লাটফর্মে। আপনি এই বিষয়বস্তুর ওপর একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। আপনার ইউটিউব ভিডিওর মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা Fiverr গিগ লিংক দিবেন। আপনার ভিউয়ার্সরা যদি আপনার কাজ দেখে মুগ্ধ হয় তাহলে তারা আপনাকে কাজ দিবে এবং আপনি সেই কাজ সম্পন্ন করে তাদের কাছ থেকে ইনকাম করতে পারবেন।
Affiliate Marketing চ্যানেল থেকে ইনকাম কীভাবে হয়?
Affiliate Marketing চ্যানেল হলো এমন একটি চ্যানেল যারা google AdSense ছাড়া ইনকাম করতে পারবেন কোন পণ্য বা কোম্পানির রিভিউ ভিডিও তৈরি করে। Affiliate Marketing চ্যানেল থেকে ইনকাম করা বর্তমানে অনেক জনপ্রিয় এবং কার্যকারী একটি উপায়। Affiliate Marketing থেকে ইনকাম করতে হলে আপনাকে প্রথমে একটি Affiliate প্রোগ্রামের সাথে যুক্ত হতে হবে যেমন : Amazon Associates, ClickBank, Impact, Digistore24 ইত্যাদি। তারপর আপনি নির্দিষ্ট কোন প্রোডাক্টের রিভিউ ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওর মধ্যে আপনি আপনার প্রোডাক্টের Affiliate লিংক দিয়ে দিবেন। যদি কোন ভিউয়ার্স সেই লিংক ব্যবহার করে পণ্য কিনে তাহলে আপনি কমিশন পাবেন। Affiliate Marketing চ্যানেল থেকে প্রতি মাসে অনেক টাকা ইনকাম করা যায়।
Online Course / Training চ্যানেল থেকে ইনকাম
Online Course / Training চ্যানেল হলো এমন একটি চ্যানেল যেখানে আপনি কোন বিষয়ের উপর শিক্ষা প্রদান করেন যেমন : English Grammar, Programming, Graphics, Web Design, video editing ইত্যাদি। সেই বিষয়ের উপর একটি বেসিক ধারণা দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবের মধ্যে আপলোড করবেন। যদি ভিউয়ার্স আপনার ভিডিও প্রতি আগ্রহ হয় তাহলে আপনি সেই বিষয়ের উপর একটি কোর্স তৈরি করবেন এবং পরবর্তীতে সেই কোর্সগুলি আপনার ভিউয়ার্সদের কাছে বিক্রি করবেন।
Sponsor / Brand Promotion চ্যানেল থেকে ইনকাম করার নিয়ম
Sponsor / Brand Promotion হলো এমন একটি চ্যানেল যেখানে আপনি অন্য কোন কোম্পানির পণ্য আপনি আপনার ইউটিউব চ্যানেল দিয়ে প্রচার করবেন এবং সেই কোম্পানি আপনাকে অর্থ প্রদান করবে। Promotion পাওয়ার জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনার ইমেইল দিন অথবা ফোন নাম্বার দিতে পারেন।
Digital Product চ্যানেল থেকে ইনকাম
Digital Product হলো অনলাইন ভিত্তিক একটি পণ্য যেমন: টুল, টেমপ্লেট, PDF Course, Tag Generator Preset Lightroom, Thumbnail template
Software WordPress plugin ইত্যাদি। আপনি এই ধরনের পণ্য তৈরি করে আপনার Digital Product চ্যানেল দ্বারা প্রমোশন করে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।
Freelancing / Skill-based চ্যানেল থেকে ইনকাম কীভাবে হয়?
Freelancing / Skill-based চ্যানেল হলো এমন একটি চ্যানেল যেখানে আপনি আপনার দক্ষতা মানুষদের কাছে প্রকাশ করেন। যদি ভিউয়ার্সরা আপনার দক্ষতার প্রতি আগ্রহ হয় তাহলে ভিউয়ার্স আপনাকে হায়ার করে সেই কাজ করাবে অথবা তারা আপনার কাছ থেকে সেই কাজ শিখতে চাইবে এবং আপনি সেই কাজ করে অথবা শিখিয়ে তাদের কাছ থেকে টাকা ইনকাম করতে পারবেন। Freelancing / Skill-based চ্যানেলের মধ্যে আপনি যে কোন দক্ষতা প্রকাশ করতে পারেন যেমন: ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করা, Video Editing, AI Tools দিয়ে ভিডিও তৈরি করার নিয়ম, website বানানো ইত্যাদি।
How do I grow my YouTube channel in 2025?
বর্তমানে ২০২৫ সালে এসে ইউটিউবে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। আপনি যদি আপনার চ্যানেলটি বর্তমানে grow করাতে চান তাহলে আপনার চ্যানেলর ভিডিও হতে হবে ইউনিক এবং মানসম্পন্ন। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নির্দিষ্ট একটি ক্যাটাগরি উপর ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আপনার চ্যানেলটি যদি একটি রিভিউ চ্যানেল হয় তাহলে আপনার চ্যানেলের মধ্যে শুধু রিভিউ রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি একটি চ্যানেলের মধ্যে কয়েকটি ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটি ইউটিউবের মধ্যে grow করাতে পারবেন না।
নিয়মিত ভিডিও আপলোড করুন
আপনার চ্যানেলটির মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করবেন। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে ইউটিউব আপনার চ্যানেলের রিচ বৃদ্ধি করবে। যদি আপনার চ্যানেলের রিচ বাড়ে তাহলে আপনার ভিডিওটি বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে ফলে আপনার চ্যানেলের মধ্যে বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে।
ভিডিওর SEO ঠিক করুন
আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটি grow করাতে চান তাহলে আপনার ভিডিওটি এমন ভাবে তৈরি করুন যাতে ইউটিউব সার্চের মধ্যে সহজেই পাওয়া যায়। আপনার ভিডিওর SEO সঠিকভাবে করুন যেমন: কিওয়ার্ড যুক্ত টাইটেল ব্যবহার করুন, ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে কিওয়ার্ড যুক্ত করুন, ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করুন, আকর্ষণীয় থাম্বনেইল ব্যবহার করুন ইত্যাদি।
YouTube Shorts ব্যবহার করুন
২০২৫ সালে এসে youtube শর্টস ভিডিও অনেক জনপ্রিয় হয়ে উঠছে। ইউটিউব শর্ট ভিডিওর মধ্যে অনেক বেশি রিচ হয় তাই আপনার চ্যানেলটি grow করার জন্য YouTube shorts video তৈরি করুন। ইউটিউব সার্চ ভিডিওর মধ্যে ভাইরাল হ্যাশট্যাগ এবং মিউজিক ব্যবহার করুন।
আপনি যখন নতুন একটি ইউটিউব চ্যানেল খুলবেন তখন সেই চ্যানেলের মধ্যে প্রথম এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে একটু সময় লাগে। ধৈর্য ধরে কাজ করনে এবং কিওয়ার্ড রিসার্চ করে ভিডিও তৈরি করুন।
Youtube ভিডিওর SEO কত শক্তিশালী বুঝার নিয়ম
২০২৫ সালে এসে একটি ইউটিউব ভিডিও grow করার জন্য সেই ভিডিওর এসইও কতটা শক্তিশালী সেটা জানা অনেক প্রয়োজন।
আপনার ভিডিওটি কতটুকু এসইও শক্তিশালী সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি ব্যবহার করতে পারেন YouTube SEO Score Checker Tool. এই টুল ব্যবহার করে আপনি এক ক্লিকে সহজে আপনার YouTube video-র SEO score চেক করতে পারবেন।
ইউটিউব থেকে ইনকাম করা সত্যিই একটি চ্যালেঞ্জিং কাজ। মনিটাইজেশন ছাড়াও চ্যানেল থেকে আয়ের বিভিন্ন উপায় রয়েছে। নিয়মিত ভিডিও আপলোড করা এবং সঠিক কিওয়ার্ড ব্যবহার করা চ্যানেলের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। শর্টস ভিডিও তৈরি করে দর্শকদের আকর্ষণ করা যেতে পারে। ইউটিউব শর্টস ভিডিওর জনপ্রিয়তা বাড়ার কারণ কী? Given the growing economic instability due to the events in the Middle East, many businesses are looking for guaranteed fast and secure payment solutions. Recently, I came across LiberSave (LS) — they promise instant bank transfers with no chargebacks or card verification. It says integration takes 5 minutes and is already being tested in Israel and the UAE. Has anyone actually checked how this works in crisis conditions?