2025 সালে ইউটিউবের নতুন পরিবর্তন
2025 সালে ইউটিউবের নতুন পরিবর্তন
২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নিয়মিত বিভিন্ন আপডেট নিয়ে আসছে। ২০২৫ সালে ইউটিউব নিয়ে এসেছে নতুন কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আজ ২০২৫ সালে নিয়ে আশা ইউটিউবের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে।
আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে ইউটিউবের আপডেট সম্পর্কে জানা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউব আপডেটের মাধ্যমে তাদের নীতিমালা এবং মনিটাইজেশনের পলিসি নিয়মিত পরিবর্তন করে। যদি আপনি ইউটিউব এর আপডেট সম্পর্কে না জানেন তাহলে আপনার ভিডিওটি স্ট্রাইক খেতে পারে এবং আপনার চ্যানেলটি হতে পারে demonetize.
YouTube আপডেটের মাধ্যমে তাদের অ্যালগরিদমের মধ্যে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসে। আপনি যদি সেই পরিবর্তন সম্পর্কে না জানেন তাহলে আপনার ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছাতে পারবেন না ফলে আপনার ভিডিওটি ভিউস আসবে না এবং র্যাংকিং ডাউন হয়ে যাবে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে ইউটিউবের নতুন আপডেট সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন জানা যাক 2025 সালে youtube কি কি নতুন আপডেট নিয়ে এসেছে এবং কি কি পরিবর্তন হয়েছে।
ইউটিউব ভিডিও Auto Dubbing
আমরা যখন আমাদের ভিডিওটি ইউটিউবের মধ্যে আপলোড করি তখন সেটা বাংলা ভাষার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু বর্তমানে ইউটিউবের নতুন আপডেটের ফলে আপনার ভিডিওটি অটোমেটিক ভাবে অন্যান্য ভাষায় ডাবিং হয়ে যাবে। এই ফিউচারের মাধ্যমে সকল ভাষার মানুষ আপনার ভিডিওটি দেখতে পারবে। উদাহরণ : মনে করেন আপনি একটি ভিডিও আপলোড করেছেন হিন্দি ভাষায় তাহলে এই ভিডিওটি শুধু হিন্দি ভাষা যারা বুঝে তারাই দেখতে পারবে। কিন্তু বর্তমানে ইউটিউবের Auto Dubbing ফিউচারের মাধ্যমে আপনার ভিডিওটি সকল ভাষার মানুষ দেখতে পারবে। এই আপডেটের কারণে আপনার ভিডিওতে আগের তুলনায় অনেক বেশি ভিউজ আসবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা মন্তব্য নিয়ন্ত্রণ (Ai Comment Moderation)
অনেক সময় কন্টেন্ট ক্রিয়েটরা ভিডিও আপলোড করার পর কিছু বাজে লোক এসে কমেন্ট বক্সের মধ্যে অশ্লীল কোন কমেন্ট করেন এই ধরনের কমেন্টগুলি ব্লক করার জন্য ইউটিউব নিয়ে এসেছেন নতুন একটি ফিউচার সেটি হল Ai Comment Moderation.
ভিডিওর মধ্যে যদি বাজে কোন কমেন্ট করা হয় তাহলে ইউটিউবের নতুন ফিউচার Ai Comment Moderation দ্বারা সেই কমেন্টগুলি সনাক্ত করা হয় এবং সেগুলি ইউটিউব থেকে মুছে দেওয়া হয়। কারণ youtube তার প্লাটফর্মের মধ্যে শান্ত একটি পরিবেশ তৈরি করতে চায়।
মোবাইলে এডিটিং করার টুলসমূহ (Mobile Editing Tools)
কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে অনেকেই আছে থার্ড পার্টি অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করেন। ইউটিউব এই দিকটি লক্ষ্য করে ইউটিউব প্লাটফর্মের মধ্যে যে ভিডিও এডিটিং সেকশন আছে সেটিকে আরো উন্নত করেছে। ইউটিউব প্ল্যাটফর্ম এর মধ্যে CapCut দিয়ে যেভাবে ভিডিও এডিটিং করা যায় সেভাবে ইউটিউবের মধ্যেও ভিডিও এডিটিং করা যাবে TikTok এর মতো। ইউটিউব মোবাইলে এডিটিং করার টুলসমূহের মধ্যে নতুন নতুন ফিউচার যুক্ত করেছে । যেমন : টেক্সট যুক্ত করা, ভিডিও কাট করা, ভিডিওর মধ্যে মিউজিক যুক্ত করা, ভিডিওর মধ্যে বিভিন্ন কালার ইফেক্ট যুক্ত করা ইত্যাদি।
My Community Post
ইউটিউব প্রত্যেক চ্যানেলের মধ্যে নতুন একটি আপডেট নিয়ে এসেছে My Community নামে। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে গিয়ে My Community অপশনটি চালু করে রাখেন তাহলে আপনার চ্যানেলের মধ্যে আপনার সাবস্ক্রাইবাররাও পোস্ট করতে পারবে। এছাড়াও আপনি ফিল্টার করতে পারবেন আপনার নতুন সাবস্ক্রাইবার পোস্ট করবেন নাকি পুরাতন সাবস্ক্রাইবাররা পোস্ট করবে। আরেকটি মজার বিষয় হল যদি একজন ভিওয়ার্স আপনার চ্যানেলের মধ্যে গিয়ে কমিউনিটি পোস্ট করতে চান তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি subscribe করতে হবে।
Community পোষ্টের মধ্যে খারাপ কোন পোস্ট করা যাবে না এবং প্রমোশনাল কোন পোস্ট করা যাবে না।
ইউটিউবে Shopping Option
বর্তমানে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর ইউটিউবে Shopping Option চালু হয়ে যায়। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে ইউটিউব Shopping Option চালু করে রাখেন এবং কেউ যদি সেখান থেকে কোন জিনিস ক্রয় করে তাহলে আপনি একটি এমাউন্ট পাবেন। অর্থাৎ ইউটিউবের এই নতুন আপডেটের ফলে আপনার ইনকাম আরো বেশি বৃদ্ধি পায়। বর্তমানে ইউটিউবে Live করার সময় প্রোডাক্ট ট্যাগ করে বিক্রি করতে পারবে। আপনার ইউটিউবের কন্টেন্ট যদি হয় Review, Fashion, অথবা Technology বিষয়ের তাহলে এই আপডেট আপনার জন্য অনেক উপকারী হবে।
ইউটিউব নোটিফিকেশন
বর্তমানে youtube চ্যানেলের মধ্যে আমরা যখন একটি নতুন ভিডিও আপলোড করি তখন আমাদের সাবস্ক্রাইবারের কাছে সেই ভিডিওর একটি নোটিফিকেশন পৌঁছে দেওয়া হয়। কিন্তু কিছুদিন পর সেই নোটিফিকেশন আর পৌঁছানো হবে না। নোটিফিকেশন না পৌঁছানোর কারণে ভিডিওর মধ্যে ভিউস আসার পরিমাণ অনেকটা কমে যাবে। তবে যারা আপনার ভিডিও দেখার প্রতি আগ্রহ তাদের কাছেই শুধু নোটিফিকেশন পৌঁছানো হবে।
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টিপস SEO টিপস
ইউটিউবের আপডেটের কারণে আপনার ভিডিওর SEO-এর মধ্যে প্রভাব পড়তে পারে। যখন ইউটিউব নতুন নতুন আপডেট নিয়ে আসবে তখন সেই আপডেট অনুযায়ী আপনার ভিডিওটি SEO করবেন। কারণ ইউটিউবের আপডেট এর ফলে ইউটিউবের অ্যালগরিদমের মধ্যে বিভিন্ন কিছু পরিবর্তন হয়। অ্যালগরিদম পরিবর্তন হওয়ার ফলে আপনার ভিডিওর SEO-এর মধ্যে প্রভাব পড়ে। এইজন্য ইউটিউব যখন নতুন আপডেট নিয়ে আসবে সেই আপডেট অনুযায়ী আপনার ভিডিওটি পুনরায় আবার SEO করবেন। যদি আপনি ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী এসইও না করেন তাহলে আপনার ভিডিওটি youtube র্যাংকিং থেকে পিছিয়ে পড়বে। আপনার ভিডিওটি ইউটিউবে র্যাংক করানোর জন্য ইউটিউবের আপডেট সম্পর্কে জানা আপনার জন্য অনেক প্রয়োজন।
আজকে আপনাদের সাথে youtube-এর কিছু আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি ইউটিউবের আরো নতুন আপডেট সম্পর্কে জানতে চান তাহলে ইউটিউবের অফিসিয়াল সাইট গুলোতে নিয়মিত ভিজিট করুন: YouTube Official Blog-এর মধ্যে, এখানে ইউটিউবের নতুন আপডেটের নীতিমালা ফিউচার এবং বড় ধরনের ঘোষণা গুলি প্রকাশ করা হয়।
YouTube Help Community (Support Center)-এর মধ্যে ইউটিউবের নতুন আপডেটের সকল প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়। এটি হলো ইউটিউবের অফিসিয়াল সহায়তা কেন্দ্র।
